যথাযোগ্য মর্যাদায় হবিগঞ্জে জাতীয় শোক দিবস পালিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 15 August 2020
আজকের সর্বশেষ সবখবর

যথাযোগ্য মর্যাদায় হবিগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

অনলাইন এডিটর
August 15, 2020 1:41 pm
Link Copied!

ছবি: জাতীয় শোক দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ।

 

এম.এ.রাজা : বঙ্গবন্ধু তুমি মিছিলে স্লোগানে স্লোগানে বুনেছ স্বপ্নের জাল তুমি মুক্তির কবি কালের কালিতে লিখেছ সময়ের মহাকাল।

তুমি সেই বীর-মহাবীর নিঃশ্বাসে কর বসবাস
তুমি শ্রেষ্ঠ বিজেতা জাতির পিতা বাংলার ইতিহাস।”

আজ ১৫ই আগস্ট, জাতীয় শোক দিবস। শ্রদ্ধাভরে স্মরণ করি ১৫’ই আগস্টে ঘাতকের বুলেটে নির্মমভাবে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যদের প্রতি।

জাতির পিতার ৪৫ তম শাহাদত বার্ষিকীতে আজ দিনের শুরুতে জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ১৫ আগস্টে নিহত সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন, মোনাজাত ও পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির, হবিগঞ্জ স্থানীয় সরকার উপপরিচালক নূরুল ইসলাম, সংরক্ষিত আসনের সাবেক সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী , জেলা প্রশাসনের সকল অতিরিক্ত জেলা প্রশাসকগণ, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, হবিগঞ্জ সদর ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ।

এরপর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ও ১৫’ই আগস্টে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা ও মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন।