ময়মনসিংহের ভালুকা থেকে বানিয়াচংয়ের একটি হত্যা মামলার আসামি আটক - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 12 August 2020
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহের ভালুকা থেকে বানিয়াচংয়ের একটি হত্যা মামলার আসামি আটক

Link Copied!

বানিয়াচং প্রতিনিধি :  বানিয়াচংয়ের হত্যা মামলার এক আসামিকে আটক করেছে বানিয়াচং থানা পুলিশ। আটককৃত আসামি বানিয়াচং উপজেলার ২নং ইউনিয়নের শেখের মহল্লা গ্রামের মৃত আছান উল্লার পুত্র হুসেন মিয়া (৩৫)। বুধবার (১২আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার একদল পুলিশ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মডেল থানার সহযোগীতায় থানার পাশ থেকে তাকে আটক করে পুলিশ।

ছবি : পুলিশের হাতে আটক হত্যা মামলার আসামি হুসেন মিয়া

অভিযানে অংশ নেন-এসআই আব্দুর রহমান,পিএসআই ওমর ফারুক,মহিনুর ইসলাম এবং কন্সটেবল পল্রব দাস। আটক হুসেন মিয়ার বিরুদ্ধে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা রয়েছে। মামলা নং-১০ তাং-১০-০৬-২০২০ ইং। সে ওই মামলার দুই নাম্বার আসামি। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন আসামি আটকের সত্যতা নিশ্চিত করে জানান,আসামিকে আটক করা হয়েছে। তবে এখনো থানায় নিয়ে আসা হয়নি।