মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বাহুবল ঘুঙ্গিয়াজুরী হাওর ও করাঙ্গীতে পোনামাছ অবমুক্ত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 27 August 2020
আজকের সর্বশেষ সবখবর

মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বাহুবল ঘুঙ্গিয়াজুরী হাওর ও করাঙ্গীতে পোনামাছ অবমুক্ত

অনলাইন এডিটর
August 27, 2020 6:59 pm
Link Copied!

ছবি: পোনামাছ অবমুক্ত করা হচ্ছে।

 

নাজমুল ইসলাম হৃদয় : মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় বাহুবল উপজেলার ঘুঙ্গিয়াজুরী হাওরে ও করাঙ্গী নদীতে মোট ৩৩৪ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

বাহুবলে ঘুঙ্গিয়াজুরী হাওরে ও করাঙ্গী নদীতে মোট ৩৩৪ কেজি পোনামাছ অবমুক্তকালে উপস্থিত ছিলেন, বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, মৎস্য অধিদপ্তর সিলেট বিভাগের সিনিয়র সহকারী পরিচালক আহসান হাসিব খান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহজাদা খসরু, বাহুবল উপজেলার নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, উপজেলা কৃষি অফিসার আব্দুল আউয়াল, উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল, উপজেলা যুব উন্নয়ন অফিসার হোসেন শাহ, স্নানঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস আলম, দৈনিক ইত্তেফাকের বাহুবল প্রতিনিধি সৈয়দ মান্নান, বাহুবল উপজেলার আওয়ামী লীগ, যুবলীগসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রমুখ।