মোতাচ্ছিরুল ইসলামের ভাদৈ গ্রামের ১০টি অসচ্ছল পরিবারকে হাঁস উপহার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 13 July 2020
আজকের সর্বশেষ সবখবর

মোতাচ্ছিরুল ইসলামের ভাদৈ গ্রামের ১০টি অসচ্ছল পরিবারকে হাঁস উপহার

Link Copied!

 

এমএ রাজা : করোনা ভাইরাসের কবলে গোটা পৃথিবী। শত চেষ্টা করেও মুক্তি মিলছে না এই অদৃশ্য দানবের কাছ থেকে। সারা দুনিয়ার বিজ্ঞানীরা দিন রাত ধরে গবেষণা করছেন করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার এর জন্য। এই ভাইরাসের কারণে পৃথিবী জুড়ে দেখা দিয়েছে খাদ্য সংকটসহ নানাবিধ সমস্যা।

ঠিক এই সময়ে হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম দাঁড়িয়েছেন অসচ্ছল মানুষদের পাশে। আজ রোজ রবিবার (১২ই জুলাই) হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের ভাদৈ গ্রামে ১০ টি অসচ্ছল পরিবারকে অর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধির লক্ষে হাঁস ১০টি করে মোট ১০০ টি হাঁস উপহার দেন। ইতিপূর্বে আরো বেশ কিছু গ্রামে অসচ্ছল পরিবারকে নিয়মিত খাদ্য সহায়তাসহ হাঁস উপহার দিয়েছেন।