এমএ রাজা : হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম’কে প্রসূতি মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নের বিশেষ অবদানের জন্য সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন। গত ৭ ই জুলাই সারা বাংলাদেশের উপজেলা চেয়ারম্যানদের সাথে প্রতিযোগিতায় হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
আজ ১১ ই জুলাই সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয় সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ ও শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়। মা ও শিশু স্বাস্থ্য সেবা ছাড়াও বিভিন্ন ব্যতিক্রমধর্মী উদ্যোগ এর জন্য উপজেলাজুড়ে প্রশংসায় ভাসছেন মোতাচ্ছিরুল ইসলাম।
উল্লেখ্য করোনা কালীন সময়ে নিয়মিত অসচ্ছল উপজেলা বাসীদের জন্য, সরকারি কোন দানের পাশাপাশি, বিশাল বাজেটের নিজস্ব অর্থায়নে মানুষের বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দিয়েছেন। এ বিষয়ে আমরা কথা বলি হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামের সাথে তিনি জানান, প্রথমেই আমি হবিগঞ্জ উপজেলাবাসীকে ধন্যবাদ জানাই উনারা আমাকে ভোট দিয়ে উপজেলা বাসীর সেবা করার সুযোগ দেওয়ার জন্য। আজ আমাকে যে শ্রেষ্ঠত্বের উপহার দেওয়া হয়েছে। এতে করে আমি আমার উপজেলা বাসীর জন্য আগামীতে আরো নতুন কিছু করতে উৎসাহ পাব এবং আমি মনে করি এই উপহার এই সম্মান এই গৌরব শুধু আমার না। এই গৌরব হবিগঞ্জ সদর উপজেলা বাসীর সবার।
অসংখ্য ধন্যবাদ আমাকে যারা এই সম্মানে মনোনীত করেছে, এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি “আমার হবিগঞ্জ” সদর উপজেলাবাসীর কাছে আমাকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য।