এম.এ.রাজাঃ বিশ্ব জনসংখ্যা দিবস-২০২০ উপলক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যান অধিদপ্তর কর্তৃক মা ও শিশু স্বাস্থ্য সেবায় বিশেষ অবদানের জন্য হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামকে গত ১১ই জুলাই সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম সিলেট বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পইল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
গতকাল ২০শে জুলাই পইল দেবপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকের বৈঠকখানায় এই সম্মাননা প্রদান করা হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানটি ৪ং পইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় সভায় বক্তব্য রাখেন মোঃ মোস্তফা জামাল, মোঃ আব্দুল জলিল মিন্টু, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আবু তাহের, শিবেন্দ্র চন্দ্র দেব শিবু, মোঃ আব্দুল কাইয়ুম, ইনসাফ উদ্দিন, শাহজাহান মিয়া, নিরঞ্জন দাশ, টেনু মিয়া, এনামুল হক বিপ্লব প্রমূখ।
সভায় বক্তাগন প্রসূতি মা ও শিশু স্বাস্থ্য সেবায় সৃজনশীল কার্যক্রম পরিচালনার জন্য মোতাচ্ছিরুল ইসলামকে ভূয়সী প্রশংসা করেন এবং তার কার্যক্রম ভবিষ্যতে দেশব্যাপী স্বাস্থ্য সেবার নতুন দ্বার উন্মোচিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।