মোতাচ্ছিরুল ইসলামকে দুরন্ত পথিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 6 August 2020
আজকের সর্বশেষ সবখবর

মোতাচ্ছিরুল ইসলামকে দুরন্ত পথিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান

Link Copied!

ছবি: চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামকে বিশেষ সম্মাননা প্রদান করছেন সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দরা

 

এম এ রাজা : হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম মা ও শিশুর স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখার কারণে গত ১১ই জুলাই সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এই উপলক্ষে গতকাল ৬ই আগস্ট বৃহস্পতিবার হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়ন এর উত্তর তেঘরিয়া গ্রামের সামাজিক সংগঠন দুরন্ত পথিক এর পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

উত্তর তেঘরিয়া গ্রামের দুরন্ত পথিক সামাজিক সংগঠনের সদস্যরা উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামের কার্যালয়ে উপস্থিত হয়ে এই সংবর্ধনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন দুরন্ত পথিক সামাজিক সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দরা।