মোটরসাইকেল দুর্ঘটনায় বানিয়াচঙ্গের দুই ছাত্রলীগ নেতা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 12 July 2020
আজকের সর্বশেষ সবখবর

মোটরসাইকেল দুর্ঘটনায় বানিয়াচঙ্গের দুই ছাত্রলীগ নেতা

Link Copied!

শিশির, বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য শামসুল আহমেদ ও সালমান কিশোরগঞ্জে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। জানা যায়, বানিয়াচং উপজেলা তোপখানা গ্রামের শামসুল(২০) ও সালমান(২১) মোটরসাইকেলে কিশোরগঞ্জের হাওর এলাকা অষ্টগ্রামে ঘুরতে গেলে ঐএলাকার স্থানীয় মোটরসাইকেল আরোহী এসে সরাসরি তাদের মোটরসাইকেলে বেপরোয়া ভাবে ধাক্কা দিলে এতে সাইকেলে থাকা শামসুল আহমেদ ছিটকে পড়ে হাত পায়ের আঙুল সহ বিভিন্ন জায়গা ভেঙে যায়। সঙ্গে থাকা সালমান তার বুকের দুটি হাঁর ভেঙে গেছে এবং মাথায় প্রচন্ড আঘাতের কারণে গুরুতর মুমূর্ষু অবস্থায় সিলেট উসমানী মেডিকেল হাসপাতালে লাইফসাপোর্টে রয়েছে।

ঘটনাস্থল থেকে স্পিডবোটে করে ওদেরকে প্রথমে আজমিরীগঞ্জ উপজেলায় নিয়ে আসে স্থানীয়রা, পরে বানিয়াচং হবিগঞ্জ হয়ে সিলেটে প্রেরণ করা হয়।

ছাত্রলীগের আঘাতপ্রাপ্ত দুইজনই বর্তমান একই এলাকার, বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুনের ভাতিজা ও ভাগনা।