মোঃ আদাম স্পোর্টস এর উদ্যোগে ১২০ জন শিশুকে ঈদবস্ত্র বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 24 May 2020
আজকের সর্বশেষ সবখবর

মোঃ আদাম স্পোর্টস এর উদ্যোগে ১২০ জন শিশুকে ঈদবস্ত্র বিতরণ

Link Copied!

দিপু আহমেদ,নবীগঞ্জ প্রতিনিধি : প্রবাসী জসিম উদ্দিন যুক্তরাজ্যে থাকলেও দেশের প্রতি,দেশের মানুষের প্রতি তার অগাধ ভালোবাসার কোন কমতি নেই যা তিনি বার বার প্রমান করেছেন দুঃখ দূর্দশায় থাকা মানুষকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতার মাধ্যমে।
ইতিমধ্যে তিনি  নিজ জন্মভূমির ছেলে সন্তান যুবকদের মন জয় করেছেন আদাম স্পোর্টস প্রতিষ্ঠার মাধ্যমে,যা দেশীয় সংস্কৃতি,খেলাধুলায় বিগত বছরগুলোতে বিশেষ অবদান রেখেছে।
নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নে গত (১৭মে রবিবার ) মোঃ আদাম স্পোর্টস এর উদ্যোগে করোনা পরিস্থিতিতে বিপদে থাকা গরিব অসহায় ৩৭৫ টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
(২৩ মে শনিবার)
মোহাম্মদ আদাম স্পোর্টস এর প্রতিষ্টাতা যুক্তরাজ্য প্রবাসী মোঃ জসিম উদ্দিন এর নিজস্ব অর্থায়নে নবীগঞ্জ উপজেলার বাগাউড়া গ্রামে মোঃ আদাম স্পোর্টস এর সৌজন্যে সামনে ঈদ উপলক্ষ্যে ১২০ জন শিশুদের (ঈদবস্ত্র) ঈদের কাপড় বিতরণ করা হয়।
বাগাউড়া গ্রামের ৬নং ওয়ার্ডের জনপ্রতিনিধি মোঃদুলন মিয়া জানান,  করোনার এই সংকটাপন্ন পরিস্থিতিতে, সমাজের সবশ্রেণির মানুষের উচিত তাদের সাধ্যমতো গরিব অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে আসা।এই মহা সংকটে করোনার দূর্যোগ মোকাবিলায় সবাই একত্রিত হয়ে মিলে মিশে কাজ করতে হবে।এবং করোনা প্রতিরোধে শাররীক দুরত্ব বজায় রেখে সবাইকে চলাফেরা করতে হবে।
বর্তমানে দেশে যে মহামারী চলছে, অনেক গরিব পরিবারের শিশুদের ঈদের কাপড় দিতে তাদের পরিবার পক্ষে সম্ভব হচ্ছে না।তাই আমরা মনে করি আমাদের এই ছোট উদ্যোগে কিছুটা হলেও গরিব ছেলে,মেয়েদের পরিবারে কাপড় পেয়ে
ঈদের আনন্দে ভরে উঠবে।
আদাম স্পোর্টস অতীতের ন্যায় বর্তমানেও হতদরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে এসেছে ভবিষ্যতে তাদের পাশে থাকবে।
ঈদবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন,জসিম উদ্দীনের পিতা,বাগাউড়া গ্রামের বিশিষ্ট মুরুব্বি হাজী জালাল উদ্দিন, ৬নং ওয়ার্ডের জনপ্রতিনিধি মোঃ দোলন মিয়া,হামিদুল হক,নাঈম আহমেদ, রনি মিয়া,আদাম স্পোর্টস এর সদস্যবৃন্দ।