সদর প্রতিনিধি : করোনার বর্তমান পরিস্থিতিতে রোববার (১৭মে) এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন আমাদের অঙ্গীকার প্রধান উপদেষ্টা হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, হবিগঞ্জ পৌরসভার সুযোগ্য মেয়র মিজানুর রহমান মিজান।
হবিগঞ্জ পৌরসভার, ২নং ওয়ার্ডের, বাসিন্দা, ধনু মিয়ার
স্ত্রী করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেন।
এই খবর শুনেই তৎক্ষনাৎ আমাদের অঙ্গীকার সংগঠনের সভাপতি শাওন আল হাসান সহ সংগঠনের নেতৃবৃন্দ দের নিয়ে উপস্থিত হন হবিগঞ্জ পৌরসভার সুযোগ্য মেয়র মিজানুর রহমান । মৃত পরিবারের খোঁজ নেন এবং ইফতার দিয়ে আসেন ওই পরিবারের সদস্যদের।
এবং উনার দাফন কাজের সমস্ত দায়িত্ব পালনের আমাদের অঙ্গীকার সংগঠনের নেতৃবৃন্দের নির্দেশনা প্রদান করেন।
এসময় দাফন কাজে উপস্থিত ছিলেন, আমাদের অঙ্গিকার এর সভাপতি শাওন আল হাসান,
জুবেদ আহমেদ সবুজ, রাকিব আহমেদ উজ্জ্বল, চৌধুরী শুভ বাতেন, এস এ সাজন,মোচ্ছাব্বির আহমেদ,
সান্টু প্রমুখ।