মেহেরপুর জেলার ডিসি হলেন হবিগঞ্জের সন্তান আজিজুল ইসলাম - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 13 March 2023

মেহেরপুর জেলার ডিসি হলেন হবিগঞ্জের সন্তান আজিজুল ইসলাম

Link Copied!

হবিগঞ্জ জেলার কৃতি সন্তান শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ আজিজুল ইসলামকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে মেহেরপুর জেলায় পদায়ন করা হয়েছে । তার গ্রামের বাড়ি সদর উপজেলার উচাইল শংকরপাশা গ্রামে।

বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পদে কর্মরত। কর্মজীবনে তিনি সহ: কমিশনার ও ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী কমিশনার, সিনিয়র সহকারী সচিব, এসিল্যান্ড, উপজেলা নির্বাহী অফিসার, সচিব ও সিনিয়র সচিবের একান্ত সচিব, উপসচিবসহ নানা পদে মাঠপ্রশাসন ও সচিবালয়ে দায়িত্ব পালন করেন।

একজন সৎ, নিষ্ঠাবান ও দক্ষ কর্মকর্তা হিসেবে তার সুনাম রয়েছে। তার পিতা মোহাম্মদ জাকির হোসেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ও মাতা মিসেস শরীফা খাতুন গৃহিনী।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়