মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রুবেল - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 13 August 2020
আজকের সর্বশেষ সবখবর

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রুবেল

অনলাইন এডিটর
August 13, 2020 5:28 pm
Link Copied!

ছবি: অসহায় রুবেল মিয়া (২৭)।

 

অঞ্জন রায়, নবীগঞ্জ থেকে : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গামের কামাল মিয়া পুত্র রুবেল মিয়া (২৭) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, এনাতাবাদ গ্রামের কামল মিয়ার পুত্র বিগত পাঁচ থেকে ছয় মাস আগে পায়ের বৃদ্ধা আঙ্গুলে নখে ইনফেকশন হয়ে ক্রমান্বয়ে পায়ে পচন ধরে যায়, পচনের প্রভাবে তার হাঁটু পর্যন্ত রক্ত সঞ্চালন হচ্ছে না, তাই হাঁটু পর্যন্ত অপারেশন করে কেটে ফেলতে হবে।

রুবেল মিয়ার বাবা জানান, আমার বয়স অনেক আমি ভালো ভাবে চলাচল করতে পারি না। আমার পরিবারে আয় দায় সব আমার ছেলে রুবেল মিয়ার কাঁধে আমার পরিবারে আয়ের বাহন একমাত্র আমার ছেলে। তার চিকিৎসার জন্য এক থেকে দুই লক্ষ টাকা প্রয়োজন যা আমার যা পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়।

রুবেল মিয়ার কাছ থেকে জানানা যায়,মা,বাবা, স্ত্রী ও সন্তান নিয়ে আমার সংসার। আমি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, সে চাকরির টাকা দিয়ে সংসারের খরচ, তিন ভাই বোন এর লেখা পড়ার খরচ বহন করি। আমি ছয় মাস যাবত কোনো ধরনের কাজ করতে পারছি না। সমাজের বৃত্তবান কেউ আমার চিকিৎসার জন্য এগিয়ে আসলে আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব।

প্রয়োজনে, অঞ্জন রায়, নবীগঞ্জ – ০১৭১৫৪৪০০০২