যুদ্ধাপরাধী লিয়াকত আলী ও তার পরিবারবর্গ আওয়ামী রাজনীতিতে কার হাত ধরে? - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 18 April 2020

মৃত্যুদন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী লিয়াকত আলী ও তার পরিবারবর্গ আওয়ামী রাজনীতিতে!

Link Copied!

তারেক হাবিব ॥ দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে আমাদের লাল-সবুজের পতাকা। পাকবাহিনীরা এ দীর্ঘ নয় মাস চালিয়েছে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন, ধর্ষণ ও লুটপাটসহ মানবতাবিরোধী বহু অপরাধ। বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এত জঘন্যতম কাজগুলো পাকবাহিনী একা করেনি। তাদের সাহায্য করেছে এই দেশেরই কিছু নরপিশাচ রাজাকার, আলবদর ও আলশাম্স। স্বাধীনতার দীর্ঘদিন পরে তাদের বিচারকার্য শুরু হলেও কেউ কেউ ক্ষমতাসীনদের পৃষ্ঠপোষকতায় নতুন করে সংঘবদ্ধ হয়েছে। একই সঙ্গে আওয়ামী দলীয় পদবি ব্যবহার করে নিজেদের আয়ত্ত্বে নিয়ে করছেন স্থানীয় গুরুত্বপূর্ণ বাণিজ্য, ঠিকাদারিসহ টেন্ডারবাজি। তাদের কেউ কেউ মাদক ব্যবসায় জড়িত আছে বলেও জানা গেছে। তাদের অনেকেই হত্যা-সন্ত্রাস-নাশকতা মামলার আসামী এমন তথ্যই উঠে আসে বিভিন্ন সময়ের নানা ধরণের রিপোর্টে। নব্য আওয়ামী লীগে প্রবেশ করা এসকল মানবতা বিরোধী অপরাধীদের নিয়ে দৈনিক আমার হবিগঞ্জের নিয়মিত অনুসন্ধানী প্রতিবেদনের ১ম পর্বে উঠে এসেছে লাখাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী ও তার পরিবারবর্গের আওয়ামী রাজনীতিতে অনুপ্রবেশ প্রসঙ্গ।

জানা যায়, লাখাই উপজেলার মোড়াকড়ি গ্রামের মৃত খেলু মিয়ার পুত্র লিয়াকত আলী ১২ জন ভাই বোনের মধ্যে সবার বড়। শিক্ষা জীবনের এক পর্যায়ে তিনি যোগ দেন মুসলিম লীগে। পরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকবাহিনীর পক্ষ নিয়ে গড়ে তোলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ফান্দাউক ইউনিয়ন রাজাকার কমিটি। ওই কমিটির টপ নেতৃত্বে কমান্ডার থেকে লাখাইয়ের কৃষ্ণপুরের সংখ্যালঘু সম্প্রদায়ের ১২৭ জন এবং ব্রাহ্মণবাড়িয়ার ফান্দাউকে নিরীহ নারী-পুরুষকে হত্যা, ধর্ষণ ও লুটপাটের সাথেও জড়িত ছিলেন তিনি। স্বাধীনতা যুদ্ধে বাঙ্গালী জাতীর জয় হলে দীর্ঘদিন পালিয়ে থাকার পর পরবর্তী ২০০৩ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ২নং মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও নির্বাচিত হয়ে ছিলেন। পরে নানা ধরণের রিপোর্টে কূ-কর্মের তথ্য উঠে আসলে মানবতা বিরোধী অপরাধে তার বিরোদ্ধে মামলা দায়ের করলে তিনি পালিয়ে যান। সেই মামলায় তাকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের রায় প্রদান করেন আদালত। তবে মৃত্যুদন্ডের আদেশের পর থেকে অদ্য পর্যন্ত তিনি পলাতক থাকলেও লাখাইয়ে রাজাকারের উত্তরসূরিরা তৃণমূল আওয়ামী লীগের নেতৃত্বে দিচ্ছেন বলে জানা গেছে।

বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রে কোন রাজাকার অথবা তাদের উত্তরসুরীদের দলীয় কার্যক্রমে অংশ গ্রহন বা দলে অন্তর্ভুক্ত না করার নির্দেশনা থাকলেও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ড প্রাপ্ত কুখ্যাত লিয়াকত রাজাকারের পুত্র সালাউদ্দিন সুমন বর্তমানে লাখাই উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। লিয়াকত রাজাকারের এক ছোট ভাই বিভিন্ন হত্যা মামলার আসামী মোজাহিদ মিয়া মোড়াকরি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং আরেক ছোট ভাই বশির মিয়াও বিভিন্ন হত্যা মামলা সহ নানান অপকর্মে জড়িত থাকা স্বত্বেও ২নং মোড়াকরি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি পদে আসীন। লিয়াকত আলীর পরিবারের সদস্যরা বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের সাথে জড়িত থাকার বিষয়টি দলীয় নেতা কর্মীদের রীতিমত অবাক করে দিচ্ছে ।

দন্ডপ্রাপ্ত লিয়াকত আলীর পুত্র লাখাই উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালাউদ্দিন সুমনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি জন্মগতভাবেই আওয়ামী রাজনীতির সাথে জড়িত। আমার বাবা মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত হলেও বর্তমানে তো নিরাপদেই আছেন। আমি ছাত্রলীগ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যুবলীগে আছি।

মোড়াকড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাজাপ্রাপ্ত লিয়াকত আলীর ছোট ভাই মোজাহিদ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার স্ত্রী আলেয়া বেগম উপজেলা ভাইস-চেয়ারম্যান। ২০০৫ সালে আমি এমপি আবু জাহিরের হাত ধরে আওয়ামী লীগে যোগদান করি। আমার ভাইকে ষড়যন্ত্রমূলক ভাবে ফাসাঁনো হয়েছে। যাই হোক আমার ভাই এখন আমেরিকা আছেন। আমরা জন্মগত ভাবেই আওয়ামী লীগে আছি।’

উপজেলা যুবলীগের সভাপতি এনাম আহমেদ জানান, উপজেলা যুবলীগের কমিটি হয়ার পর সুমনের পিতা লিয়াকতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে আমরা বর্ধিত সভা করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেয়ার চিন্তা করলেও আওয়ামী লীগের জেলা ও উপজেলার নেতা-কর্মীদের চাপে কিছু করতে পারিনি।

যুবলীগের রাজনীতিতে সুমনের অন্তর্ভূক্তি প্রসঙ্গে জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম জানান, আওয়ামী লীগের সংবিধান অনুযায়ী যুদ্ধাপরাধী পরিবারের কেউ আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাতে পারবে না। সালাউদ্দিন সুমন নামে কেউ লাখাই উপজেলা যুুবলীগে নেই বলে আমি জানি। যদি এরকম কেউ থেকে থাকে তাহলে তাকে রাখার দ্বায়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী জানান, যুদ্ধাপরাধী পরিবারের কেউ আওয়ামী পরিবারের রাজনীতির সাথে জড়িত থাকলে তার দ্বায় ভার স্ব-স্ব কমিটি নিবে। তবে এটা প্রমাণিত হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আওয়ামী রাজনীতিতে জড়িত লিয়াকত আলীর পরিবারের সদস্যরা দাবি করেছেন যে, তারা এমপি আবু জাহিরের হাত ধরে আওয়ামী লীগে যোগদান করেছেন । এ ব্যাপারে দৈনিক আমার হবিগঞ্জ লিয়াকত আলী ও তার পরিবারের আওয়ামী লীগের অন্তর্ভূক্তি প্রসঙ্গে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি আবু জাহিরের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এটা সত্য নয়। মূলত মৃত্যুদন্ডপ্রাপ্ত মানবতা বিরোধী অপরাধী লিয়াকতের আপন ফুফাতো ভাই জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবুল হাশেম মোল্লা মাসুমের মাধ্যমেই লিয়াকত আলীর পরিবারের সদস্যরা আওয়ামী লীগে যোগদান করেছেন ।

এমপি আবু জাহিরের বক্তব্য নেওয়ার পর দৈনিক আমার হবিগঞ্জ মোল্লা মাসুমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন লিয়াকত আলীর পরিবার পরিজন যখন আওয়ামী লীগে অন্তর্ভূক্ত হয় তখন আমি হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক। একজন যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে কাউকে দলে নিতে অনুমোদন দেওয়ার মত ক্ষমতা আমার নেই। একমাত্র জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে জেলা কমিটি অনুমোদিত হয়। দন্ডপ্রাপ্ত লিয়াকত আলী আত্মীয়তা সুত্রে আমার আপন মামাতো ভাই হলে ও পারিবারিকভাবে আমরা একে অপরের গুরুতর বিরোধী। কাজেই লিয়াকত আলী ও তার পরিবারের সদস্যরা আমার মাধ্যমে আওয়ামী লীগে অন্তর্ভূক্ত হয় নাই।

তাছাড়া জানা যায় ছোট্ট মিয়া ও মাহফুজ মিয়া নামে লাখাইয়ে আরও দুজন স্থানীয় রাজনীতির গুরুত্বপূর্ণ পদে আছেন যারা কুখ্যাত রাজাকার পরিবারেরই সন্তান।

লাখাই সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়