এমএ রাজা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যোগে হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ডের উদ্যোগে প্রায় অর্ধশতাধিক অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
রবিবার (২৬ জুলাই) বিকাল ৩’টায় শহরের জেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের সামনে অসহায় কর্মহীন নারী পুরুষদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ উল্যা মিয়া বিপিএম, পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জল।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী টিপু, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহিদ প্রমুখ সহ আরো অনেকে।