মুজিবের এই বাংলায় কেউ নাই অবহেলায় : হবিগঞ্জে ৩২৫ গৃহ হস্তান্তর করলেন মাননীয় প্রধানমন্ত্রী - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 23 January 2021
আজকের সর্বশেষ সবখবর

মুজিবের এই বাংলায় কেউ নাই অবহেলায় : হবিগঞ্জে ৩২৫ গৃহ হস্তান্তর করলেন মাননীয় প্রধানমন্ত্রী

Link Copied!

খায়রুল ইসলাম সাব্বির ||  মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন প্রথম ধাপে হবিগঞ্জ জেলার ৩২৫টি  পরিবারকে গৃহ হস্তান্তর করা হয়েছে। 
শনিবার (২৩ জানুয়ারি) বেলা ১০ ঘটিকায়  ভিডিও কনফারেন্সের মাধ্যমে  চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নে গৃহ হস্তান্তর করেন এবং উদ্বোধন ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছবি : ভিডিও কনফারেন্সের মাধ্যমে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নে গৃহ হস্তান্তর এবং উদ্বোধন ঘোষণা করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গৃহহীন দের আনন্দ দেখে খুশি প্রধানমন্ত্রী তিনি কাথা দিয়ে ছিলেন বাংলাদেশে ১ জন মানুষ অবহেলায় থাকবে না, তাই মুজিব বর্ষে উদ্যোগ নিয়েছেন আশ্রয়ন প্রকল্প নির্মাণের এরি ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলায় অসহায় সর্বমোট ৭৮৭টি পরিবারের জন্য গৃহ বরাদ্দ করা হয়েছে।
যার মধ্যে হবিগঞ্জ জেলায় ৩২৫টি ঘর হস্তান্তর করে দিয়েছেন  মাননীয় প্রধানমন্ত্রী, জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলায় ১৩৫টি ঘরের মধ্যে প্রথম ধাপে ৫০টি ও দ্বিতীয় ধাপে ৮৫টি ঘর হস্তান্তর করা হবে।

শায়েস্তাগঞ্জ উপজেলায় ৫৫টির মধ্যে প্রথম ধাপে ৩০টি ও দ্বিতীয় ধাপে ২৫টি ঘর হস্তান্তর করা হবে ।

লাখাইয়ে ৭৭টির মধ্যে প্রথম ধাপে ৫২টি ও দ্বিতীয় ধাপে ২৫টি। নবীগঞ্জে ১১০টির মধ্যে প্রথম ধাপে ৬০টি ও দ্বিতীয় ধাপে ৫০টি।

বানিয়াচংয়ে ১০৫টির মধ্যে প্রথম ধাপে ৫৫টি ও দ্বিতীয় ধাপে ৫০টি।

আজমিরীগঞ্জে ৮৮টির মধ্যে সবগুলোই প্রথম ধাপে হস্তান্তর করা হয়েছে।

চুনারুঘাটে ৮০টির মধ্যে সবগুলোই প্রথম ধাপে হস্তান্তর করা হয়েছে।

বাহুবলে ৫৭টির মধ্যে প্রথম ধাপে ৭টি ও দ্বিতীয় ধাপে ৫০টি।

মাধবপুর উপজেলায় ৮০টির মধ্যে প্রথম ধাপে ৩০ ও দ্বিতীয় ধাপে ৫০টি হস্তান্তর করা হয়েছে।

ছবি : চুনারুঘাটে গ্রহহীনদের জন্য নির্মাণাধীন ঘর

প্রতিটি ঘরের জন্য ১ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয় ওই হিসেবে প্রথম ধাপের ৪৫২টি ঘরের জন্য মোট বরাদ্দ দেয়া হয় ৭ কোটি ৯১ লাখ টাকা। এবং দ্বিতীয় ধাপের ৩৩৫টি ঘরের জন্য মোট বরাদ্দ দেয়া হয় ৫ কোটি ৮৬ লাখ ২৫ হাজার টাকা। সর্বমোট বরাদ্দ দেয়া হয় ১৩ কোটি ৭৭ লাখ ২৫ হাজার টাকা। যার মধ্যে শুধু ঘর নির্মাণের জন্য ১৩ কোটি ৪৫ লাখ ৭৭ হাজার টাকা আর পরিবহন ব্যয় বাবদ দেয়া হয় ৩১ লাখ ৪৮ হাজার টাকা।
এমনকি প্রত্যেক উপজেলার সকল নির্বাহী অফিসার আশ্রয়ন প্রকল্প নিজ দায়িত্বে তৈরি করেন ।

এ সময় গৃহ হস্তান্তর অনুষ্ঠানে হবিগঞ্জ চুনারুঘাট উপজেলা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, বিমান প্রতীমন্ত্রী মাহবুব আলী, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান সহ আরো অনেকেই।