মুজিববর্ষ উপলক্ষে বানিয়াচংয়ে দেয়াল পত্রিকা উৎসব - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 10 March 2020
আজকের সর্বশেষ সবখবর

মুজিববর্ষ উপলক্ষে বানিয়াচংয়ে দেয়াল পত্রিকা উৎসব

Link Copied!

জসিম উদ্দিন, বানিয়াচং: মুজিববর্ষ উপলক্ষে হবিগঞ্জের বানিয়াচংয়ে জাতীয় দেয়াল পত্রিকা উৎসব অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ উৎসব অনুষ্টিত হয়। উৎসবে উপজেলা সদরের ৫ টি স্কুল অংশগ্রহণ করে। এতে প্রথম স্থান অর্জন করে বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়।

সেন্টার ফর পলিসি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স (সিসিডিএ) এর আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় দেয়াল পত্রিকা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা।

বানিয়াচং সিসিডিএ’র ব্যবস্থাপক সুজন মিয়া জানান, ‘আমরা গ্রামাঞ্চলে ঋন কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা শানিত করতে প্রতিবছরই এসব সৃজনশীল কার্যক্রমের আয়োজন করে থাকি। উপজেলা পর্যায়ে বিজয়ী দল যাবে জেলা পর্যায়ে। এভাবে পর্যায়ক্রমে জেলা হয়ে বিভাগে বিজয়ী দলগুলো জাতীয় পর্যায়ে যাবে ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তত্বাবধানে এ কর্মসূচীর বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা বলেন, ‘দেয়াল পত্রিকার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও লেখালেখির অভ্যাস গড়ে উঠে। তাই পড়াশোনার পাশাপাশি এসব সৃষ্টিশীল কাজে শিক্ষার্থীদের এগিয়ে থাকা উচিত।’

দেয়াল পত্রিকা উৎসবে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক সুদীপ কুমার দেব এবং বানিয়াচং উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি দাস। এছাড়াও এতে সিসিডিএ’র  প্রোগ্রাম অফিসার বিবেক দাশ উপস্থিত ছিলেন।