মুখোশধারী প্রতারকদের জন্য তৃণমুলের কর্মীরা নেতা হতে পারে না-ইমরান আহমেদ, শাবিপ্রবি ছাত্রলীগ নেতা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 25 July 2020
আজকের সর্বশেষ সবখবর

মুখোশধারী প্রতারকদের জন্য তৃণমুলের কর্মীরা নেতা হতে পারে না-ইমরান আহমেদ, শাবিপ্রবি ছাত্রলীগ নেতা

Link Copied!

 

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রাহমান এবং সাধারণ সম্পাদক মুহিবুর রাহমান মাহি ছাত্রলীগ করার তাদের সকল অধিকার হারিয়েছে।

ছাত্রলীগ থেকে তাদেরকে আজীবন বহিষ্কারের দাবী জানাই। এদের মতো কিছু মুখোশধারী প্রতারকের জন্য তৃণমুলের পরিশ্রমী কর্মীরা কখনোই নেতা হতে পারে না । যেই ছেলে শর্টকাটে নেতা হওয়ার জন্য টাকা দিছে সেও সমান অপরাধী সংগঠন থেকে তাকেও সর্বোচ্চ শাস্তি প্রদান করা উচিত।

 

ছবি: ইমরান আহমেদ উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ছাত্রলীগ লোগো, শাবিপ্রবি লোগো।

 

প্রত্যকটা ইউনিটেই এইরকম কিছু মৌসুমি পাখি থাকে যারা বছরের অধিকাংশ সময়ই নিজের ইউনিটে রাজনীতি না করে ঢাকায় পড়ে থাকে শর্টকাটে নেতা হওয়ার আশায়, বর্তমান কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আমাদের অনেক প্রত্যাশা, আশা করি তারা এইসব বিষয়গুলোতে আরও বেশী সচেতন হবেন।

ইমরান আহমেদ
উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক,
বাংলাদেশ ছাত্রলীগ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।