হবিগঞ্জ মুক্তিযোদ্ধা প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ডের
এম.এ.রাজা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে করোনাকালীন সময়ে হবিগঞ্জ মুক্তিযোদ্ধা প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ডের আয়োজনে কর্মহীন অসহায় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
হবিগঞ্জ অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার শাহ জয়নাল আবেদীন রাসেল’র পরিচালনায় মুক্তিযোদ্ধা প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ডের আহ্বায়ক, বৃন্দাবন সরকারি কলেজের প্রভাষক ফকরুদ্দিন খান পারভেজ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশের বীর মুক্তিযোদ্ধাগণ আমাদের স্বাধীন দেশ উপহার দিয়েছেন। বীর মুক্তিযোদ্ধার সন্তানরা মহামারী করোনায় বিভিন্নভাবে অসহায় মানুষকে সহযোগিতা করে যাচ্ছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ডের সদস্য সচিব, বিশেষ অতিথি ডিডিএলজি উপসচিব জনাব নুরুল ইসলাম, প্রাক্তন পৌরসভা মেয়র, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, জেলা পরিষদ মহিলা সদস্য, জেলা মহিলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ফাতেমা-তুজ-জোহরা রিনা, চ্যানেল আই ও বাংলাদেশ প্রতিদিন হবিগঞ্জ প্রতিনিধি, মুক্তিযোদ্ধা প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ। মুক্তিযোদ্ধা প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ডের সভাপতি গৌস উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ডের যুগ্ন আহবায়ক, প্রধান শিক্ষক সমিরন কিশোর দাস প্রমুখ