মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী পাঠানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 24 November 2019
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী পাঠানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

অনলাইন এডিটর
November 24, 2019 6:57 pm
Link Copied!

ছবিঃ হবিগঞ্জ জেলা মুক্তিযুদ্ধা সংসদ এর কমান্ডার মোহাম্মদ আলী পাঠানকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে।

তোফাজ্জল হোসেন চৌধুরী বাবু, মাধবপুর থেকে।। হবিগঞ্জ জেলা মুক্তিযুদ্ধা সংসদ এর কমান্ডার মোহাম্মদ আলী পাঠানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো : মাহবুব আলী এমপি।

রবিবার দুপুর দুইটায় মাধবপুর উপজেলা সদরে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার তাসনুভা নাশতারান, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) গোলাম দস্তগীর এর নেতৃত্বে মাধবপুর থানার পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।এর আগে হবিগঞ্জ জেলা বার লাইব্রেরির সামনে মরহুমের প্রথম জামজে জানজা ও মাধবপুর উপজেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্সের সামনে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাযে সংসদ সদস্য দেওয়ান মিনহাজ গাজী, উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, চেয়ারম্যান তৌফিক আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার কেপ্টেন কাজী কবির সহ মাধবপুর উপজেলার সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী পাঠান (৭৫) শনিবার সকাল নয়টায় রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্না……….রাজিউন)।