ঢাকাThursday , 16 May 2024
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযোদ্ধার ভাতা আত্মসাতকারী ভাতা কমিটির ২ সদস্য বহিষ্কার : নতুন কমিটি গঠন

এম এ রাজা
May 16, 2024 6:18 am
Link Copied!

দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় সংবাদ প্রকাশের প্রেক্ষিতে মাধবপুরে মৃত বীর মুক্তিযোদ্ধার সরকারি ভাতা আত্মসাতকারী ভাতা কমিটির দুই সদস্য মুক্তিযোদ্ধা এনাম খান, ও তার সহযোগী মুক্তিযোদ্ধা ঝাড়ু মিয়াকে বহিষ্কার করে নতুন কমিটির গঠন করা হয়েছে।

এর আগে গত ২৮ এপ্রিল “মুক্তিযোদ্ধার ভাতা আত্মসাৎ এর অভিযোগ, ভাতা কমিটির ২ সদস্যদের বিরুদ্ধে” এই শিরোনামে একটি আলোচিত সংবাদ প্রকাশ করা হয়ে ছিল। ভাতা কমিটির ২ সদস্য বহিষ্কার ও নতুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল তিনি বলেন, সংবাদ প্রকাশের পর মুক্তিযোদ্ধাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে যার জন্য আপাতত তাদেরকে বহিষ্কার করে নতুন কমিটি গঠন করা হয়েছে।

অন্যদিকে প্রাণিসম্পদ কর্মকর্তা, কৃষি কর্মকর্তা ও সমবায় কর্মকর্তাদের নিয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে তদন্ত চলমান, তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা যায়, মাধবপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানীভাতা প্রদান কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এনাম খান ২০১৯ সাল থেকে ভাঙা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ক্ষমতা প্রভাব দেখিয়ে বিভিন্ন অনিয়ম দুর্নীতি। জালিয়াতি সহ প্রতারনার মাধ্যমে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের ওয়ারিশগণের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে আসছেন। তার এ কাজে সার্বিক সহযোগিতা করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ঝাড়ু মিয়া।

মাধবপুর উপজেলার বেলঘর ইটাখোলা গ্রামের মৃত ইমাত আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা মোঃ তাহের মিয়া ২০২০ সালে ১৫ জুলাই মৃত্যুর পর সরকারের পরিপত্র মোতাবেক তার সর্বশেষ ওয়ারিশ হিসাবে তার বোন মোছাঃ হামিদা খাতুন এর নামে সোনালী ব্যাংক মাধবপুর শাখায় গত ১৯ জুলাই ২০২১ইং তারিখে তার নামে একাউন্ট খোলা হয়।

এরপর থেকে সরকারি মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা তার একাউন্টে জমা হওয়ার পর হামিদা খাতুনের চেক এর মাধ্যমে টাকা উত্তোলন করা হইত। গত বছরের সেপ্টেম্বরের ১ তারিখ হামিদা খাতুন মৃত্যু বরণ করেন। বিষয়টি পরিবারের পক্ষ থেকে ভাতা কমিটির সদস্য এনাম খান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ ঝাড়ু মিয়াকে জানানো হয়। কিন্তু তারা উভয় মিলে মৃত- হামিদা খাতুনের মৃত্যুর তথ্য গোপন করে রাখেন।

পরবর্তীতে তারা কৌশলে হামিদা খাতুনের সোনালী ব্যাংক মাধবপুর শাখার একাউন্ট নাম্বার:- ৫৭০৮৩০১০১৯৭৩০ হইতে বিভিন্ন চেক এর মাধ্যমে জালিয়াতি করে মৃত ব্যাক্তির একাউন্ট থেকে গত ০২/০৯/২০২৩ইং হইতে ২১৫/০৪/২০২৪ইং তারিখ পর্যন্ত বিভিন্ন চেক এর মাধ্যমে প্রায় ১ লক্ষ ৭৭ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। একাউন্টটি গত ২২/০৪/২০২৪ইং পর্যন্ত চালু ছিল।