মিলাদ গাজী এমপি’র পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 19 July 2020
আজকের সর্বশেষ সবখবর

মিলাদ গাজী এমপি’র পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ

Link Copied!

 

মোফাজ্জল ইসলাম সজীব, নবীগঞ্জ : হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ (মিলাদ গাজী) পক্ষ থেকে শনিবার (১৮ জুলাই) শনিবার বিকাল ৪ টায় এমপি’র নিজ বাড়িতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

 

ছবি: মিলাদ গাজী এমপি’র পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ

 

ক্রীড়া সামগ্রী বিতরণ কালে হবিগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি সাবেক যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি কেন্দ্রীয় যুবলীগ নেতা শাহেদ গাজী ও নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছাত্রলীগের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী গ্রহণ করে নবীগঞ্জ উপজেলার ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রুবেলসহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এসময় বিভিন্ন ফুটবল ক্লাবের খেলোয়াড়দের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।