মিরপুরে আগুনে পুড়লো ১৫ দোকান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 16 March 2024
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে আগুনে পুড়লো ১৫ দোকান

এম এ রাজা
March 16, 2024 12:34 pm
Link Copied!

বাহুবল উপজেলার মিরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে অন্তত ১৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৫ মার্চ) বিকাল ২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার মিরপুর বাজারে জু্ম্মার নামাজের সময় একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই এই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

স্থানীয় ব্যবসায়ীরা প্রথমে আগুন নিভানোর চেষ্টা করেন। এরপরও কোনভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশে দোকানগুলোতে। পরবর্তীতে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের অফিসার আরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে। আগুনে ছোট-বড় অন্তত ১৫টি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার পর ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান বলেন, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে ব্যবসায়ীরা দাবি করছেন আগুনে পুড়ে অন্তত কোটি টাকার কয় ক্ষতি হয়েছে।