আবেদ আলী : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুরের সাপ্তাহিক গরুর হাটে মানুষের ভিড় লক্ষ করা যাচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত চলছে জমজমাট কেনাবেচা। তবে করোনাভাইরাস সংক্রমণ এড়াতে স্থানীয় প্রশাসন স্বাস্থ্যবিধি মেনে পশুর হাটে কেনাবেচার নির্দেশনা দিলেও কোনো হাটেই তা মানা হচ্ছে না। সংক্রমণের শঙ্কা থাকলেও ক্রেতা-বিক্রেতাদের কেউই মানছেন না স্বাস্থ্যবিধি।
কিন্তু সেখানে স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব না মেনেই চলে কেনাবেচা। কেউই মানছেন না স্বাস্থ্যবিধি। অনেকেই স্বাস্থ্য ঝুঁকির কথা জেনেও পরেন না মাস্ক। কারও কারও কাছে মাস্ক দেখা গেলেও তা ঝুলছিল থুতনিতে।
দূরত্ব বজায় না রেখে ঘেষাঘেষি করেই চলছে পশু বেচাকেনা। হাটে স্বাস্থ্যবিধি মানাতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা থাকলেও কোনো তদারকি নেই বলে জানান সচেতন লোকজন।
বাজারের চা স্টলগুলোতে আগের মতোই আড্ডা দিতে দেখা যাচ্ছে। করোনাভাইরাস প্রতিরোধে জনসমাগম এড়িয়ে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ থাকলেও তা উপেক্ষা করা হচ্ছে।
মিরপুরের গরুর সাপ্তাহিক গরুর বাজারে গিয়ে দেখা যায়, আশেপাশের কয়েকটি গ্রাম থেকে শত শত মানুষ সহ আশেপাশের কয়েকটি উপজেলার মানুষ ও আসেন গরু কেনা-বেচার জন্য ঐতিহ্যবাহী এ বাজারে তাদের গরুটি বিক্রি করতে। আবার কেউ কেউ আসেন পছন্দমতো কোরবানির গরুটি ক্রয় করতে।
করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেও তারা অনেকে মাস্ক বা সুরক্ষা সরঞ্জাম ছাড়া অবাধে কেনাকাটা করছে।
বুধবার (২২ জুলাই) সরেজমিনে মিরপুরের গরুর হাটে গিয়ে দেখা যায়, জমজমাট কেনাবেচা চলছে। হাটের পট্টি অনুযায়ী বিক্রি হচ্ছে গরু-ছাগল। জনসমাগমে করোনাভাইরাস ছড়াতে পারে—এ ধারণা হাটুরেদের থাকলেও, কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মেনে চলছে চিরাচরিত নিয়মে জটলা করে কেনাকাটা।