বাহুবল প্রতিনিধি : আগামী কুরবানির ঈদকে সামনে রেখে সারাদেশে গরুর হাট গুলোর মত জমে উঠেছে বাহুবলের মিরপুরের গরুর হাটও।
আজ বুধবার গরুর বাজারে গিয়ে দেখা যায়, কিছু সামাজিক দূরত্ব মানা হলেও পরছেনা মাস্ক। মাস্ক পরা যেখানে বাধ্যতামূলক সেখানে সরজমিনে গিয়ে দেখা যায় ক্রেতা বিক্রেতার বেশির ভাগেই মাস্ক ব্যবহার করছে না।
ঈদের আগে আরো কয়েকটি বাজার হবে মিরপুরে। সেখানে যদি সামাজিক দূরত্ব ও মাস্ক পরা নিশ্চিত করা না হয় তাহলে করোনা ভাইরাসের আক্রমনে প্রাণ যেতে পারে অনেক মানুষের।