মা নবজাতকের জন্য সুরক্ষা সামগ্রী তুলে দিয়েছেন মোতাচ্ছিরুল ইসলাম - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 16 June 2020
আজকের সর্বশেষ সবখবর

মা নবজাতকের জন্য সুরক্ষা সামগ্রী তুলে দিয়েছেন মোতাচ্ছিরুল ইসলাম

Link Copied!

এম এ রাজাঃ করোনা ভাইরাসের মহামারীতেও থেমে নেই উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামের প্রসূতি মা ও নবজাতকের জন্য সুরক্ষা সমগ্রী বিতরণ। মঙ্গলবার (১৬জুন) দ্বিতীয়বারের মত তেঘরিয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা কমপ্লেক্সে প্রসূতি মা ও নবজাতকের জন্য সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে উপহার হিসেবে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন।

 

 

 

ইতিপূর্বে তিনি  উপজেলার সব কয়টি পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্সে একবার করে এই সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন এবং বলেছেন প্রতিমাসে অর্থাৎ যখনই এই সামগ্রী শেষ হবে। আবার নতুন করে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে উনি উপহার সামগ্রী পৌঁছে দিবেন।