মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে সিলেট বিভাগে শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন মোতাচ্ছিরুল ইসলাম। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 9 July 2020
আজকের সর্বশেষ সবখবর

মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে সিলেট বিভাগে শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন মোতাচ্ছিরুল ইসলাম।

Link Copied!

 



হবিগঞ্জ সদর প্রতিনিধি : মহামারি করোনা ভাইরাস আসার আগে থেকেই মানুষের সেবায় দিন রাত কাজ করে যাচ্ছেন হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান।

তিনি বিশেষ করে হবিগঞ্জ সদর উপজেলা প্রতিটি পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে বিগত ১ বছর বিশেষ অবদান রাখায় সিলেট বিভাগে শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (যুগ্ম সচিব) মোঃ কুতুব উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। আগামী (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্টানে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

এ বিষয়ে সদর উপজেলা চেয়ারম্যান জনাব মোতাচ্ছিরুল ইসলাম “দৈনিক আমার হবিগঞ্জ”কে জানান, পুরস্কার পওয়া বড় কথা নয় , গরীব অসহয় মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দিতে পেরেছি এটাই সবচেয়ে আনন্দের।