স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহির সহযোগী বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান মামুনকে ৩শ পিচ ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশের একটি দল। সোমবার (২৫আগস্ট) দিবাগত রাত ২টা ৩৫মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বানিয়াচং বড়বাজারস্থ হামদর্দ ঔষধালয়ের পার্শ্ববর্তী আনহার মিয়ার ফার্নিচারের দোকানের ভিতর থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। মামুন বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের পুরান তোপখানা মহল্লার আমজাদ হোসেন খান ওরফে নানু মিয়া মাষ্টারের ছেলে। এসআই দেবাশীষ তালুকদার,এসআই মোজাম্মেল মিয়া,কং/আল আমিন,কং/সোহাগ উদ্দিন সংঙ্গিয় ফোর্স অভিযানে নেতৃত্ব দেন।
জানা যায়,মামুন প্রভাবশালী দলে নেতা হওয়ায় এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবাসহ নানা ধরণের অপরাধমূলক কর্মকান্ড ও মাদক ব্যবসায় করে আসছে । তার এই বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানলে তাকে নজরবন্দীতে রাখেন অনেক দিন যাবত। এরই প্রেক্ষিতে সোমবার দিবাগত রাতে হবিগঞ্জ ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যান। আটকের সময় তার আরো দুই সহযোগী দৌড় পালিয়ে যায়।এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩শ পিচ ইয়াবা। পাশাপাশি তার কাছ থেকে একটি কাঠের ভিতর কালো কাঠের বাটসহ দুই দিকে ধারালে একটি কিরিচ( যার দৈর্ঘ্য ২৪ইঞ্চি),ইয়াবা বিক্রয়লব্দ তিনটি ৫শ টাকার নোট ও দশটি ১শ টাকার নোটসহ মোট আড়াই হাজার টাকা উদ্ধার করে ডিবি পুলিশ। জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হোসেন খান মামুনকে ডিবি কর্তৃক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ দৈনিক আমার হবিগঞ্জকে জানান,৩শ পিচ ইয়াবাসহ সভাপতি মামুনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ।
অন্যদিকে দৈনিক আমার হবিগঞ্জ এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে মাদক ব্যবসার নানা চাঞ্চল্যকর তথ্য।
অনুসন্ধানে জানা যায়,আটক মামুনের মাদক ব্যবসায় সাথে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি। এই মাদকের টাকা লভ্যাংশ প্রতি মাসে মাহির পকেটে যায়। তেমনি করে উপজেলা কমিটিতে আসার জন্য মোটা অংকের টাকা মাহিকে প্রদান করা হয়েছে বলেও অনুসন্ধানে বেরিয়ে এসেছে।
এই বিষয়ে জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহির সাথে যোগাযোগ করা হলে দৈনিক আমার হবিগঞ্জকে তিনি জানান,সভাপতি মামুন আটকের বিষয়টি আমি শুনেছি। বিস্তারিত জেনে আপনাদেরকে জানাবো। তবে কমিটি দেয়ার নামে টাকা লেনদেনের বিষয়টি তিনি অস্বীকার করেছেন।