মাসোহারায় চলছে মেয়াদোত্তীর্ণ সিএনজি অটোরিকশা : পর্ব-১ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 14 July 2024
আজকের সর্বশেষ সবখবর

মাসোহারায় চলছে মেয়াদোত্তীর্ণ সিএনজি অটোরিকশা : পর্ব-১

Link Copied!

ফিটনেসহীন সিএনজি অটোরিক্সার চলাচলে হবিগঞ্জর সড়কে প্রতিনিয়তই বাড়ছে দুর্ঘটনা। যানজট, কালো ধোঁয়া, পরিবেশ ও শব্দ দূষণ, অদক্ষ চালক, চালকদের অসধাচরণসহ রয়েছে আরও নানা অভিযোগ। দৈনিক আমার হবিগঞ্জের অনুসন্ধানে জানা গেছে, কর্তৃপক্ষকে মাসোহারা প্রদান করে সড়ক দাপিয়ে বেড়াচ্ছে এসব মেয়াদোত্তীর্ণ তিন চাকার গাড়ী। এ ছাড়াও শ্রমিক ও মালিক সংগঠনের নামে অর্থ সংগ্রহ করে অনেকের বিলাসী জীবন যাপন, মালিক-শ্রমিক না হয়েও গুরুত্বপূর্ণ পদে অবস্থান করা, জমির মালিকানা সংক্রান্ত ঝামেলায় অর্থ আত্মসাৎ ইত্যাদি তথ্য পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সুত্র জানায়, হবিগঞ্জ জেলায় প্রায় ১২ হাজার সিএনজি অটোরিক্সা নিয়ন্ত্রন করে একটি চক্র। এর মধ্যে হাতেগোনা হাজার খানেক সিএনজি অটোরিক্সার পেপারস ঠিক থাকলেও বাকীগুলো চলে মাসোহারার মাধ্যমে। জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার সাধুর বাজার, আলম বাজার, ইকরাম, ইকরাম, বানিয়াচং, শায়েস্তাগঞ্জ, মিরপুর এবং শায়েস্তাগঞ্জ রেলওয়ে গেইট সিএনজি স্ট্যান্ড গুলোর প্রায় ৩ হাজার সিএনজি অটোরিক্সা নিয়ন্ত্রণ করে একটি চক্র। প্রতি সিএনজি অটোরিক্সা থেকে মাসে ৩০০ টাকা হারে উত্তোলণ করা হয় চাঁদা। এভাবে ৩ হাজার সিএনজি থেকে মাসে প্রায় ৯ লাখ টাকা আদায় করা হয়।

মাসোহারা উত্তোলনের বিষয় জানতে নিজেকে শ্রমিক ইউনিয়নের সভাপতি পরিচয়দানকারী সাহাব উদ্দিন নামে এক ব্যক্তির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘চাঁদা চাওয়ার জন্য কল দিয়েছেন? এই পরিবহন সেক্টরে কোন চাঁদা দেয়া হবে না’। হবিগঞ্জ ট্রাফিক ইনচার্জের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ফিটসেন বিহীন কোন গাড়ী চলাচল করে বলে তার জানা নেই। হবিগঞ্জ বিআরটি এর সহকারী পরিচালক মোঃ হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জেলা প্রায় ৯ হাজার সিএনজি অটোরিক্সা আছে, রেজিষ্ট্রেশন বিহীন আছে আরও ৩ হাজার। মেয়াদোত্তীর্ণ গাড়ী গুলোর বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে।