এমএ রাজা :: হবিগঞ্জ শহরে করোনা উপসর্গ নিয়ে ব্যবসা করায় মোদক ও ওরিয়েন্টাল ফার্মেসী বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।
এছাড়া ওই ফার্মেসী গুলোর মালিক ও কর্মচারীদের’কে আইসোলেশনে পাটানো হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশফিকা হোসেন ও একদল পুলিশ অভিযান চালিয়ে ওই দুই ফার্মেসীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেন একই সাথে ওই ফার্মেসীর মালিক কর্মচারীসহ ১০ জনকে আইসোলেশনে পাঠানো হয়।
স্থানীয় ব্যবসায়ীদের বরাত দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কয়েক দিন ধরে ওই ফার্মেসীর মালিক ও কর্মচারীরা করোনা উপসর্গ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বারবার স্থানীয়রা নিষেধ করার পরও নিষেধ না মেনে তাদের ইচ্ছা মত ব্যবসা করছিলেন। বিষয়টি স্থানীয়রা জেলা প্রশাসনকে জানালে, জেলা প্রশাসক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই সিদ্ধান্ত জারি করেন।
এ বিষয়ে আমরা কথা বলেছি ওরিয়ান্টাল ফার্মেসীর কর্মচারী শম্ভু পালের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন, পার্শ্ববর্তী ফার্মেসি মোদকে মালিকসহ প্রায় ১০ জনের মধ্যে করোনার উপসর্গ থাকার কারণে মোদক এবং আমাদের ফার্মেসী জেলা প্রশাসন লকডাউন করে দিয়েছে।
এ বিষয়ে আমরা আরো কথা বলেছি মোদক ফার্মেসীর মালিক পিন্টু মোদক এর সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন, আমাদের এখানে শুধুমাত্র আমার ভাই করোনায় আক্রান্ত সেজন্য আমরা তাকে আইসোলেশনে রেখেছি কিন্তু স্থানীয় কিছু মানুষ অপপ্রচার চালিয়েছে যে, আমাদের এখানে অনেকগুলো করোনায় আক্রান্ত রোগী আছে। তাই জেলা প্রশাসন আমাদের ফার্মেসীকে লকডাউন করে দিয়েছে।