মামলা দায়েরের ২ মাস পার হলেও এখনও অধরা শায়েস্তাগঞ্জের প্রসেনজিৎ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 24 May 2020
আজকের সর্বশেষ সবখবর

মামলা দায়েরের ২ মাস পার হলেও এখনও অধরা শায়েস্তাগঞ্জের প্রসেনজিৎ

Link Copied!

 স্টাফ রিপোর্টার :  মামলা দায়ের ২ মাস পার হলেও এখনও অধরাই রয়ে গেছে শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসেনজিৎ চন্দ্র দেব ও তার সহযোগীরা। নাম মাত্র অভিযান চালিয়ে ফরিদ মিয়া নামে একজনকে আটক করলেও মামলায় রেকর্ড ভুক্ত আসামী হয়েও বীরদর্পে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে প্রসেনজিৎ ও তার সহযোগীরা।

তবে খোঁজ নিয়ে জানা গেছে কোন এক রাজনৈতিক ছত্র-ছায়ার আড়ালে থেকে প্রসেনজিৎ ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যকালাপ চালিয়ে যাচ্ছে।
কেন গ্রেফতার করা হচ্ছে না জানতে চাইলে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ মোজাম্মেল হক জানান, আসামীরা পলাতক রয়েছে। আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ২৭শে ফেব্রুয়ারী সন্ধ্যা ৬টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসেনজিৎ দেব ৫-৭ জনের একদল সন্ত্রাসী নিয়ে সৌরভ পালের খামারে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে। সৌরভ পাল চাঁদা দিতে অস্বীকার করায় প্রসেনজিৎ ক্ষিপ্ত হয়ে বলে আগামীকালের মধ্যে ২ লক্ষ টাকা চাঁদা না দিলে খামার বন্ধ করে দেওয়া হবে বলে হূমকি দিয়ে চলে যায়। বিষয়টি সৌরভ পাল তার বড় ভাই সৌমেন পাল চৌধুরীকে জানালে বড় ভাই স্থানীয় মুরুব্বীদেরকে নিয়ে বিষয়টি সমাধান করার চেষ্টা করেন। এতে আরো ক্ষিপ্ত হয়ে প্রসেনজিৎ ৩১ শে মার্চ সন্ধ্যা ছয়টায় ৮-১০ জনের একদল সন্ত্রাসী নিয়ে সৌরভ পালের খামার এসে রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে সৌরভ পালকে। এমন অবস্থায় সাথে থাকা সৌরভ পালের বন্ধু শাহিন মিয়া বাধা দিতে এলে তাকেও সন্ত্রাসীরা আঘাত করে। এলোপাতাড়ি আঘাতে এক সময় সৌরভ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে সন্ত্রাসীরা সৌরভের কাছে থাকা দশ হাজার পাঁচশত টাকা নিয়ে চলে যায়। গুরুতর আহত সৌরভ ও শাহীনকে স্থানীয় জনতা উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার শাহীনকে প্রাথমিক চিকিৎসা দেন এবং সৌরভের আঘাত গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে রেফার করেন।

এ বিষয়ে সৌরভ পাল চৌধুরীর বড় ভাই সৌমেন পাল চৌধুরী বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় ১ এপ্রিল ২০২০ বাংলাদেশ দন্ডবিধির ১৪৩/৪৪৮/৩৮৫/৩২৩/৩২৬/৩০৭/৩৭১/৫০৬/৩৪ পেনাল কোডে একটি মামলা দায়ের করেন। এতে আরো ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা বলছে যদি মামলা না তুলে নেয় তাহলে সৌরভ ও সৌরভের ভাইকে খুন করবে লাগাতার হুমকি দিয়ে আসছে।