মাধবপুরে পুর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনের মারপিটে স্বামী স্ত্রী আহত হওয়ার ঘটনায় থানায় অভিযোগ করেছেন ক্ষিতিশ চন্দ্র সরকার নামের এক ব্যক্তি। ক্ষিতিশ উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত গংগাধর সরকারের ছেলে।
অভিযোগ সূত্রে ও বাদির সাথে কথা বলে জানা যায়,দুর্গাপুর গ্রামের লক্ষন সরকার গং বাদির পাশ্ববর্তী বাড়ির বাসিন্দা।পুর্ব থেকেই একটি মারপিটের ঘটনায় বিবাদীদের সাথে ক্ষিতিশ সরকারের মামলা মোকদ্দমা চলে আসছে। ক্ষিতিশ সরকারকে মারপিটের ঘটনায় তার স্ত্রী মায়া রানী সরকারের দায়েরকৃত ও বিচারাধীন মামলা প্রত্যাহারের জন্য প্রতিপক্ষের চাপের কাছে নতি স্বীকার না করায় শুক্রবার (১৭ মে) বিকালে ক্ষিতিশ সরকারের বাড়িতে চড়াও হয়ে তাকে বেধড়ক মারপিট শুরু করে।
এ সময় স্বামীকে বাঁচাতে মায়া রানী সরকার এগিয়ে আসলে তাকেও মারপিট করে ও শ্লীলতাহানী করে।এসময় ক্ষিতিশ ও তার স্ত্রীর চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা পালিয়ে যায়। ক্ষিতিশ ও তার স্ত্রী মায়া রানী সরকার চিকিৎসার জন্য মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে বিবাদীরা আবারো তাদের উপর চড়াও হয়ে মারপিঠ করে। মায়া রানী সরকারের দায়ের করা মামলা আপোষ নিষ্পত্তি না করলে ক্ষিতিশকে এসময় প্রাণে হত্যার হুমকি দেয়।
এ ব্যাপারে ক্ষিতিশ সরকার বাদি হয়ে লক্ষন সরকার,শ্রীবাস সরকার,অরবিন্দু সরকার, অনন্ত সরকার ও প্রবাস সরকারকে আসামী করে মাধবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। যোগাযোগ করা হলে লক্ষন সরকার দাবি করেন এ ঘটনায় তিনি দায়ের কোপে আহত হয়েছেন। তিনিও ক্ষিতিশ গং এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন।
৩ নং দূর্গাপুর ওয়ার্ডের মেম্বার নরোত্তম দাশ জানান,’এমন একটা ঘটনার কথা শুনেছি। তবে ক্ষিতিশ লোক সুবিধার নয়।’ মাধবপুর থানার ডিউটি অফিসার শিবানী রানী ঘোষ জানান, ‘ক্ষিতিশ সরকার অভিযোগ দিয়েছে। নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।