মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এএসআই ও সিপাহী প্রত্যাহার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 1 February 2021
আজকের সর্বশেষ সবখবর

মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এএসআই ও সিপাহী প্রত্যাহার

Link Copied!

স্টাফ রিপোর্টার :  মামলায় ফাঁসানো ও ভয় দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক এএসআই ও সিপাহীকে প্রত্যাহার করা হয়েছে। রবিবার(৩১ জানুুয়ারি) হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খালেদুল করিম স্বাক্ষরিত একপত্রে এ তথ্য জানান।

জানা যায়, হবিগঞ্জ বিয়াম ল্যাবরেটরি স্কুলের সহকারী শিক্ষক ও হবিগঞ্জ পৌরসভার চিড়াকান্দি আবাসিক এলাকার মৃত যতীন্দ্র মোহন তালুকদারের পুত্র প্রশান্ত কুমার তালুকদারকে মাদক দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে ১০ হাজার টাকা দাবী করেন হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এএসআই আবু হানিফ ও সিপাহী নোটন দাস।

উপস্থিত সময়ে কিছু টাকা দিলেও পরে ক্রমান্বয়ে টাকার পরিমাণ বাড়াতে থাকেন তারা। এ বিষয়টি জানাজানি হয়ে গেলে প্রশান্ত কুমার তালুকদার বাদী হয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।

 

 

এ অভিযোগের ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়া গেলে এএসআই আবু হানিফ ও সিপাহী নোটন দাসের বিরুদ্ধে দাপ্তরিক শাস্তির সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। গতকাল রবিবার বিকেলে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খালেদুল করিম বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, হবিগঞ্জ বিয়াম ল্যাবরেটরি স্কুলের সহকারী শিক্ষক প্রশান্ত কুমার তালুকদারের অভিযোগের ভিত্তিতে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেলে এএসআই আবু হানিফ ও কনস্টেবল নোটন দাসের বিরুদ্ধে দাপ্তরিক   শাস্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোন কর্মকর্তা-কর্মচারীর অপকর্মের দ্বায় পুরো ডিপার্টমেন্ট নিতে পারে না।

 

পাশাপাশি পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত অফিসিয়াল কার্যক্রম থেকে তাদের সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে। প্রশান্ত কুমার তালুকদার দৈনিক আমার হবিগঞ্জকে বলেন, ‘মাদকদ্রব্য অধিদপ্তরের ওই দুই ব্যক্তি প্রতিনিয়তই আমাকে ফোন দিয়ে টাকা চাইতেন। তাদের চাহিদা মতো টাকা না দিলে তারা আমার প্রতি ক্ষিপ্ত হয়ে মামলায় ফাঁসানোর ভয় দেখান। তবে এর মধ্যে তারা আমার কাছ থেকে বেশ কিছু টাকা হাতিয়ে নিয়েছেন’।

 

এদিকে, অসহায় স্কুল শিক্ষক প্রশান্ত কুমার তালুকদারকে মাদক দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আত্মসাতের বিষয়টি দৈনিক আমার হবিগঞ্জের নজরে আসলে এ নিয়ে পরপর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হলে টনক নড়ে কর্তৃপক্ষের।