মামলায় আবদ্ধ আজমিরীগঞ্জ পৌরসভা : ১৬ বছরেও হয়নি নির্বাচন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 25 November 2020
আজকের সর্বশেষ সবখবর

মামলায় আবদ্ধ আজমিরীগঞ্জ পৌরসভা : ১৬ বছরেও হয়নি নির্বাচন

Link Copied!

স্টাফ রিপোর্টার :  আইনি জটিলতায় পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে প্রায় ১৬ বছরেও নির্বাচন হয়নি আজমিরীগঞ্জ পৌরসভার। ১৫ বছর ধরে পৌর প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করছেন উপজেলা বিএপির আহব্বায়ক গোলাম ফারুক। একাধিকবার বরখাস্থ হলেও আইনি জটিলতায় স্বপদে বহাল তবিয়তে আছেন। যে কারনে ভোটাধিকার থেকে বঞ্চিত পৌরবাসী। অগ্রগতি নেই নগর জীবনে। ঐতিহ্যা হারাচ্ছে ভাটি বাংলার রাজধানী নামে খ্যাত আজমিরীগঞ্জ বাজার।
স্থানীয় সুত্রে জানা যায়, ২০০৪ ইং সনের ২১ জানুয়ারী আজমিরীগঞ্জ উপজেলা সদর ইউনিয়নকে দু’ভাগে বিভক্ত করে একাংশকে আজমিরীগঞ্জ পৌরসভা ঘোষনা করেন। তখন প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেন তৎকালিন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অভিজিৎ চৌধুরী। প্রায় ১০ মাস দায়িত্ব পালনের পর প্রশাসক হিসাবে দলীয় ভাবে দায়িত্ব পান উপজেলার বিএনপির আহব্বায়ক গোলাম ফারুক। এরপর শুরু হয় ওয়ার্ড ভিত্তিকরন কার্যক্রম। দলীয় ভাবে এক ওয়ার্ডের নাগরিক আরেক ওয়ার্ডের কমিশনার বানানো হয়।
তবে গঠিত পৌরসভা থেকে নোয়ানগর, শুক্রীবাড়ি ও ফতেহপুর গ্রামের আংশিক অংশ বাদ পড়ে। ওই তিন গ্রামের বাদ পড়া অংশটি পৌরসভায় অন্তর্ভূক্ত করার জন্য উচ্চ আদালতে রিট করেন নোয়ানগর গ্রামের বাসিন্ধা মোঃ তৌহিদ আলী মিয়া। এরই প্রেক্ষিতে ওয়ার্ড বিভক্তি করন কার্যক্রমের উপর স্থগিতের আদেশ জারী করেন আদালত। যে কারনে প্রতিষ্টার পর থেকে প্রায় ১৬ বছর গড়ালেও নির্বাচনের স্বাদ গ্রহন করেনি পৌরবাসী।
এদিকে মামলায় এজহার ভূক্ত আসামি হওয়ার কারনে স্থানীয় সরকার মন্ত্রনালায় প্রশাসককে বরখাস্থ করলেও আইনি জটিলতার কারনে স্বপদে বহাল তবিয়তে আছেন তিনি্।
এক সময়ে ভাটি বাংলার রাজধানী নামে খ্যাত আজমিরীগঞ্জ বাজারটি ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু। দেশের বিভিন্ন স্থান থেকে এখানে ব্যবসা করার জন্য লোকজন আসতো। সঠিক উন্নয়নের কার্যক্রমের অভাবে বাজারটি আজ নিরব। ধস নেমেছে ব্যবসা বাণিজ্যের। পৌরসভার বার্যক্র তরাম্বিত হলে এ বাজার ঘিরে এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হতে পারতো বলে মনে করছেন স্থানীরা।
স্থানীয়দের সাথে আলাপকালে তারা বলেন, হবিগঞ্জ জেলায় পৌরসভার সংখ্যা পাঁচটি। এর মধ্যে চারটি পুরোপুরিভাবেই শহর হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। কিন্তু আজমিরীগঞ্জ পৌরসভায় তেমন উন্নয়ন কাজ পরিলক্ষিত হচ্ছে না। রাস্তাঘাটও ভাঙা। পৌর ভবনটিরও জরাজীর্ণ অবস্থা। কুশিয়ারা নদীকে ঘিরে রয়েছে সম্ভাবনাময় স্থলবন্দর। যার কোনো উন্নয়নই হয়নি। যে কারণে নৌ যোগাযোগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন ব্যবসায়ীরা। ঐতিহ্যবাহী আজমিরীগঞ্জ বাজারও এখন সারা বছর নিরব থাকে। পৌরসভার কার্যক্রম স্বাভাবিক থাকলে বাজারটি ঐতিহ্য ফিরে পেত বলেও মন্তব্য করেন তারা।
সবুজ মিয়া নামে একজন বলেন, এক সময় ক্রেতা-বিক্রেতায় মুখোর থাকত আজমিরীগঞ্জ বাজার। সপ্তাহে দু’টি হাট বসত। সেখানে ভিড় করতেন লাখ লাখ মানুষ। কিন্তু এখন বছরে একদিনও বাজার এমন জমজমাট হয় না। ভাটি অঞ্চলের বাণিজ্যিক এ বাজারটি আজ ধ্বংসের পথে। এ ব্যাপারে পৌরসভার কার্যক্রমকে তরান্বিত করা প্রয়োজন।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন বলেন, নিয়মানুযায়ী নির্বাচন হলে জনপ্রতিনিধিদের ক্ষমতা হারানোর আশঙ্কা থাকত। এমনটা হলে বাড়ত দায়িত্বশীলতাও। কিন্তু ১৪ বছর ধরে একজনই পৌরসভার প্রশাসক থাকায় তেমন উন্নয়ন হচ্ছে না। এজন্য শীঘ্রই নির্বাচনের দাবি জানিয়েছেন তারা।
সরেজমিনে দেখা গেছে, জরাজীর্ণ ভবনে দীর্ঘদীনের পুরনো একটি সাইনবোর্ড সাঁটানো আজমিরীগঞ্জ পৌরসভা কার্যালয়ে। সামান্য বৃষ্টি হলেই ভবনের ভেতরে পানি পড়ে বলে জানিয়েছেন আশপাশের বাসিন্দারা।