বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার কবিরপুর গ্রামের মোঃ সিদ্দিক আলীর পুত্র মোঃ নজরুল ইসলাম (২০)। অতি দরিদ্র পরিবারের সন্তান নজরুল। দীর্ঘদিন যাবৎ ভুগছেন কিডনি, লিভার ও লান্সের সমস্যা জনিত কারনে পেট ফুলে গেছে, টাকার অভাবে করাতে পারছেন না উন্নত চিকিৎসা, প্রয়োজন অনেক টাকা।
বৃদ্ধ মা এবং একটি ছোট ভাই নিয়ে নজরুলের অভাবের সংসার, স্কুল, বাজার এর সামনে বিক্রি করতো ঝাল মুড়ি তাই দিয়ে কোন রকম চলে যেত তার এই দরিদ্র সংসার, কিন্তু অসুস্থ হওয়ার কারনে বন্ধ হয়ে গেছে সকল প্রকার আয় রোজগার।
মাথায় ঘাম পায়ে পেলে অনেক কষ্টে জমা করা টাকা যা ছিল তা দিয়ে হবিগঞ্জে চিকিৎসা করিয়েছেন তিনি, ডাক্তার বলেছে বর্তমানে তার উন্নত চিকিৎসা না হলে তকে বাচানো অনিশ্চিত। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন টাকা। এতো টাকা দিয়ে চিকিৎসা কারাতে ব্যার্ত নজরুল।
দরকার মানবিক সাহায্য, হয়তো আপনাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র সহায়তায় নজরুল ফিরে পাবে নতুন একটি জীবন। নজরুল এর বৃদ্ধ মায়ের আকুল আবেদন, আমাদের এই হবিগঞ্জ জেলায় অনেক বৃত্তবান লোক রয়েছেন, দয়া করে সাহায্যের হাত বাড়িয়ে দিন আমার ছেলের জন্য, আপনাদের একটু ত্যাগ এর বিনিময়ে আমার ছেলে নজরুল ফিরে পাবে নতুন জীবন।
যদি কোন হৃদয়বান ব্যক্তি গোপনে সাহায্য করতে চান তাহলে নিন্মের নাম্বরে সাহায্য পাঠাতে পারবেন।
মোঃ শুয়েব আহমেদঃ ০১৭৫৩-২৬৭১৩১ (বিকাশ)
মোঃ শামসুল আলমঃ ০১৭১০-২৮৪৫৩৩ (বিকাশ)