সুমন চন্দ্রশুল্ক দাস, পিতা : সুনিল চন্দ্র শুলদাস, গ্রাম : জগদীশপুর, মাধবপুর, হবিগঞ্জ, মোবাইল (০১৭৫৬৩৯৭৩১৭ – বিকাশ)
পেশায় একজন টমটম চালক, গত কয়েকমাস আগে টমটম চালাতে গিয়ে, দুর্ঘটনার শিকার হয়, বর্তমানে এক পা অচল হয়ে, সে কর্মহীন,পরিবার পরিজন নিয়ে খুব কস্টে দিন কাটাচ্ছে, টাকার অভাবে সে তার পায়ের চিকিৎসা করাতে পারছেনা, আগামী দিন গুলো পরিবার পরিজন নিয়ে কিভাবে চলবে এই চিন্তায় অস্তির।
স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, ও সামাজিক সংগঠন সহ মানব প্রেমি মানুষের প্রতি মানবিক সু-দৃষ্টি কামনা করছি !