ঢাকাWednesday , 29 April 2020
আজকের সর্বশেষ সবখবর

মানবতার কল্যাণে সায়হাম গ্রুপ

Link Copied!

ইয়াছিন তন্ময়  :   সায়হাম গ্রুপের সৌজন্যে প্রতিবছরের ন্যায় মাধবপুর উপজেলা ও চুনারুঘাট বাসীর জন্য পবিত্র মাহে রমজানের জন্য ইফতার সামগ্রী উপহার হিসেবে ২০ হাজার পরিবারের গরীব ও নিম্নআয়ের মানুষের মাঝে পৌঁছে দেয়া হচ্ছে।”মানব কল্যাণে সায়হাম গ্রুপ”
মহামারি, বন্যা, খড়াসহ যে কোন দূর্যোগের সময় হবিগঞ্জের মাধবপুরের সায়হাম গ্রুপ মানুষের পাশে এসে দাঁড়ায়।

প্রতি বৎসরের ন্যায় এবার সায়হাম গ্রুপের পক্ষ থেকে হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার প্রায় ২০ হাজার পরিবারের মধ্যে ঈফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সায়হাম গ্রুপের এম.ডি জনাব আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল মহোদয় বলেন-যে কোন দূর্যোগে সায়হাম গ্রুপ মানুষের পাশে অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ,এবং সায়হাম গ্রুপ এর পরিচালক মাধবপুর উপজেলা চেয়ারম্যান এস,এম শাহজাহান মহোদয় বলেন মাধবপুর চুনারুঘাটের মানুষ আমাদের পরিবারের অংশ তাই সুখ দুঃখের সাথী আপনারা অতীতের ন্যায় আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই সায়হাম পরিবার।