মানবতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পল্লী চিকিৎসক মোঃ জহির - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 29 July 2020
আজকের সর্বশেষ সবখবর

মানবতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পল্লী চিকিৎসক মোঃ জহির

Link Copied!

রুবেল তালুকদার :  করোনা ভাইরাস মোকাবেলায় দেশের সাধারণ মানুষের দেখা দিয়েছে খাদ্য ও অর্থ সংকট, সেই সাথে  দেখা দিয়েছে খেঁটে খাওয়া মানুষের চিকিৎসা সংকটও। এমতাবস্থায় মানবতার ডাকে এগিয়ে এসেছেন  নিঃস্বার্থ, উদারমনা, পরোপকারী পল্লী চিকিৎসক জহির মিয়া। উনি সদর উপজেলার আচিপুর গ্রামের বাসিন্দা। এই মানবিক চিকিৎসক দীর্ঘদিন ধরে গোপায়া ইউনিয়নের নুরানী বাজারে সততার সাথে ব্যবসা করে আসছেন।
পল্লী চিকিৎসক জহির মিয়া নিজে অর্থ সংকটে থাকলেও ওনার উদারমনা মন মানসিকতায় হার মানিয়েছে আমাদের সমাজের অন্যান্য বিত্তশালীদেরও।
জানা যায়, করোনার প্রাথমিক সংকট কাল থেকেই গরীব দুঃখীদের বিনামূল্যে সর্দী ,জ্বর ও অন্যান্য ঔষধ বিতরন করে আসছেন এই পল্লী চিকিৎসক। দৈনিক আমার হবিগঞ্জকে তিনি বলেন- যতদিন এই করোনা সংকট থাকবে ততদিন পর্যন্ত বিনামূল্যে ঔষধ দেয়া অব্যাহত থাকবে।

ছবি : নিজের ঔষধের দোকানে বসা চিকিৎসক জহির মিয়া

তার একমাত্র সম্বল ছোট্ট একটা ফার্মেসী থেকেই প্রতিদিন যা বেচাকেনা হয় তার একটা লাভের অংশ দিয়েই তার সাংসারিক খরচ, নিজের অসুস্থাতার ব্যয়বহুল চিকিৎসার খরচ ও কর্মহীন অসহায়  গরীব মানুষের  বিনামূল্যে ঔষধ ও ত্রান সহায়তা করে যাচ্ছেন।
প্রসঙ্গত, গেল পুরো রমজান মাসেই বিভিন্ন ইফতার সামগ্রী ও ইদুল ফিতর উপলক্ষে ঈদ পণ্য সামগ্রী অসহায় গরীব মানুষদের বিতরণ করেছেন এই চিকিৎসক জহির। তাই এই ঈদুল আযহায় ও এর ব্যতিক্রম হয়নি। ঈদ কে সামনে রেখে ঈদপণ্য সামগ্রী বিতরন করে যাচ্ছেন বলে জানা যায়।