“মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতিবাজদের শক্ত হাতে দমন করুন” - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 13 July 2020
আজকের সর্বশেষ সবখবর

“মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতিবাজদের শক্ত হাতে দমন করুন”

Link Copied!

মেডিকেল মাফিয়া শাহেদের সঙ্গে যখন সরকারের চুক্তি হলো- তখন মন্ত্রী, সচিব, ডিজি জানতেন তার লাইসেন্স নেই। অথচ চুক্তি করার সময় সবার আগে লাইসেন্স শো করতে হয়। এই অপরাধ তাদের সবার।

এই গুরুতর অপরাধের জন্য যারা যারা চুক্তি করেছেন এই মেডিকেল মাফিয়া শাহেদের সাথে এদের বিচার কি দেখবে বাংলাদেশ? সময় হয়তো ভুলে যাবে এই গ্যংদের কিন্তু ইতিহাস ও মানুষ মনে রাখবে এই আওয়ামীলীগকে কারণ ক্ষমতায় তখন আওয়ামীলীগ ছিল এবং তারা এর বিচার করেনি! এত বড় অপরাধ ঘটিয়ে এরা এখনো বহাল তবিয়তেই আছে! এর চেয়ে বড় আক্ষেপ আর কি হতে পারে?

২০০১-০৬ সাল এই পাঁচ বছর মানুষ বিএনপির দুর্নীতিতে অতিষ্ট হয়ে উঠছিল আসলো মঈনউদ্দিন ও ফকরুদ্দিন সরকার তারা কতিপয় দুর্নীতিবাজদের ধরে জনগনের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছিল আইনের বাহিরে আসলে কেউ নয়। তখন এই দুর্নীতিবাজরা চারদিকে পালাবার পথ না পেয়ে ফকরুদ্দিনের ট্রুথ কমিশনে লাইন ধরেছিল! এই ট্রুথ কমিশনে আওয়ামীলীগ বিএনপিসহ সব বড় বড় রাজনৈতিক দলের সকল পান্ডারাও ছিল। ওখানে গিয়ে কান ধরে ধরে বলেছিল আমি দুর্নীতিবাজ আমার এই এই অবৈধ সম্পত্তি আছে সব নিয়ে যান তবুও আমাকে জেলে পঁচাবেন না! এই জীবন ভিক্ষা চাই আপনাদের কাছে!!

যাই হোক, ফখরুদ্দিনের আমল শেষ হওয়ার পরে আসলো আওয়ামীলীগ তাদের নির্বাচনী ইশতেহারেই ছিল “দুর্নীতিবাজদের বিচার করবে” মানুষ সেই ইশতেহারের প্রতি বিশ্বাস রেখে বিএনপির পরাজয় নিশ্চিত করে বিপুল ভোটে আওয়ামীলীগকে জয়ী করে এনেছিল, দিয়েছিল সংসদে সংখ্যাগরিষ্ঠতা! আওয়ামীলীগ কি জনগনের সেই বিশ্বাসের প্রতি সম্মান দেখিয়েছে? মানুষের আশার প্রতিফলন কি আওয়ামীলীগ ঘটাতে পেরেছে? সময়ই সেই প্রশ্নের উত্তর বলে দিবে। সময়ের জন্য সেই প্রশ্নের উত্তর রেখে দিলাম।

আজকে ১২ বছর ধরে সেই আওয়ামীলীগ ক্ষমতায় ‘রাজনৈতিক ও ক্ষমতার দুর্বৃত্তায়নে লীগের চারপাশে যে মাফিয়া চক্র গড়ে উঠেছে, তার পেছনে কাদের হাত রয়েছে, কে তাদের গডফাদার? তারা কার হাত ধরে তা খুঁজে বের করতে হবে।

এই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা পরিস্থিতি মোকাবিলায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, যা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। অথচ করোনার মাস্ক কেনেংকারী থেকে নিয়ে এই পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রনালয় ও শাহেদরা মিলে যা করলো তা শেখ হাসিনার সমস্ত অর্জনকে ম্লান করে দিয়েছে। একটা দেশের এমপি জেল খাটছে আরেক দেশে, ইতালী ফেরত পাঠিয়ে দিল আমাদের দেশ থেকে যাওয়া ফ্লাইট! সে দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষকে তুলে ধরলো একেকটা ভাইরাস বোমের সাথে!

এভাবেই শেখ হাসিনার সব অর্জন ম্লান করে দিয়ে সারা বিশ্বে আমরা নতুন পরিচিতি পেয়েছি “জালিয়াতির দেশ” হিসাবে! এই ঘটনা বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং আরো করবে যা রেমিট্যান্স, প্রবাসীদের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

মাননীয় প্রধানমন্ত্রী আপনার ভয় কিসের? দুর্নীতির বিরুদ্ধে সত্যিকারের “জিরো টলারেন্সের নীতির” প্রয়োগ করে দেখান। এই দেশের প্রতিটা মানুষ, প্রতিটা ধুলিকণা আপনার সাথে থাকবে এই দুর্নীতির বিরুদ্ধের যুদ্ধে। মাননীয় প্রধানমন্ত্রী আমরা পাপলুর মত এমপি মহান সংসদে দেখতে চাই না, আমরা শাহেদ ও তাদের গডফাদারদের আওয়ামীলীগে দেখতে চাই না! শেখ মুজিবের আওয়ামীলীগকে আবারো সত্যকারের গনমানুষের দলে পরিনত করুন। এদেশের প্রতিটি মুক্তিকামী মানুষ আপনার পাশে থাকবে।

“শেখ হাসিনা ভয় নাই, বাংলা আমরা ছাড়ি নাই।”

লেখক: সুমন দেব নাথ…
সাংবাদিক ও অনলাইন এক্টিভিষ্ট।