ঢাকাSaturday , 11 April 2020
আজকের সর্বশেষ সবখবর

মাননীয় প্রধানমন্ত্রী সমীপে খোলা চিঠি

Link Copied!

মতামত।। মাননীয় প্রধানমন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে কথা বলার স্বাধীনতা থেকে আজ আপনার কাছে বিনীত নিবেদন। প্রিয় নেত্রী,সুবিধাবাদী অর্বাচীন নেতারা আমাদের দলে এবং সরকারে আছেন আপনি ভাল করে জানেন। পরিস্থিতি বিবেচনায় এবং দেশের বৃহত্তর স্বার্থে দেশপ্রেমিক আওয়ামি লীগাররা আপনার সঠিক বেঠিক সব সিদ্ধান্ত মেনে নিয়েছেন,কেউ কখনো এবিষয়ে কোন প্রশ্ন করেনি।

এখন দেশের পিঠ দেয়ালে আটকে যাচ্ছে, এ মর্মে শুধু দলের কর্মী হিসাবে নয় এদেশের একজন গর্বিত নাগরিক হিসাবে আপনার কাছে অনুরোধ করছি।আপনার কাছে চাওয়ার পাওয়ার বিন্দুমাত্র কিছু নাই এদেশের জন্ম নিয়েছি বলে লিখছি, মা-কে যতটুকু ভালোবাসি দেশকেও মায়ের মত ভালোবাসি, যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি দেশের কঠিন সময়ে সাধ্যমত দেশের জন্য কাজ করেছি আজও করছি। দেশ এবং বিশ্ব ভয়াবহ সংকটে এই সংকট মোকাবেলা বেলা করতে আপনার বিভিন্ন পদক্ষেপের সাথে ঐকমত পোষণ করলেও কিছু বিষয় চোঁখের সামনে যখন ভেসে উঠে অন্তত: সেগুলা আপনাকে জানিয়ে দিতে বিবেক বড় তাগিদ দিচ্ছে।

যদিও এই বিষয় গুলো আপনার জানা আছে তারপরও বিভিন্ন কারণে এর প্রতিকার করা সম্ভব হয়নি। করোনা’র এই ভয়াবহ অবস্থায় মিডিয়ার আমাদের দেশের রাজনীতিবিদদের যোগ্যতার বিষয়টি দেশ বিদেশের লোক দেখছে এবং নেতাদের নিয়ে হাসছে। এখানে আপনাকে প্রশংসা করে আপনার কাছে অতিরিক্ত প্রিয়পাত্র হবার জন্য নয়। করোন’র মোকাবেলায় দেশের প্রেক্ষাপট এবং অবস্থান থেকে যতটুকু পদক্ষেপ নিয়েছেন সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে দেশের নেতা এবং সরকারে মন্ত্রী এমপি সচিব প্রেস-সচিবদের কথাবার্তা মোটেই সুস্থ নয়। face is the index of mind. মানুষের মুখের দিকে তাকালে মনের খবর বুঝা যায়। আগেই বলেছি আপনাকে খুশি করতে নয়-আপনার কথা বলা এবং মুখ দেখলে সাধারণ মানুষ বুঝে আপনি কি উদ্দেশ্যে কি বলছেন,শুধু আপনার কথা নয় কথা এবং মুখচ্ছবি দেখে আপনার মনের খবর প্রকাশ পায় এতে মানুষ আশ্বস্ত হয়,আপনি দেশের জন্য কত আন্তরিক ভাবে কাজ করছেন।

প্রিয় নেত্রী আমি কারো প্রতি হিংসা পরায়ণ বশত: হয়ে লিখছিনা- আমাদের দলে এখন ব্যবসায়ী অনুপ্রবেশকারী সুবিধাবাদী চামচা এবং অতিরিক্ত তোষামোদকারীরা বেশীর ভাগই রাজনীতি করছেন এমপি মন্ত্রী হয়েছেন।সরকারের মধ্যে একজন মন্ত্রী কি আছেন এই মন্ত্রীসভায় যে তার নিজের বুদ্ধিতে কোন একটা সিদ্ধান্ত নিতে পারবেন বা দিতে পেরেছেন বা দিয়েছেন? দেশের শতভাগ মানুষকে একথাটি বললে সবাই এক বাক্যে হয়তো বলবেন একজনই নেই।সবাই আপনাকে ভয় করেন এবং ফ্লাটারিং করেন আপনাকে সহযোগিতা করার মত যোগ্যতা নেই, আপনি মন্ত্রী বানিয়েছেন,তিনিরা মন্ত্রী হওয়ার পরই ব্যস্ত হয়ে গেছেন আপনাকে তোষামোদ করতে এবং তার নিজের পক্ষের চামচারা ব্যস্ত মন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের তোষামোদী করে তাদের আখের গোছাতে। দেশ এবং জাতির মঙ্গলের জন্য সঠিক কোন চিন্তা করার ক্ষমতা এই সব মন্ত্রীদের মাথায় নাই বরং তাঁরা অতিরিক্ত ফেইক কথা বলে অর্জন গুলো নষ্ট করেন,তাঁদের কথা শুনে দুনিয়া হাসে।

করোনা মোকাবেলায় ডাক্তার বা স্বাস্থ্য সংশ্লিষ্ট বিজ্ঞ জনের মতামত জরুরী, সচিবরা কে কোন মতলব নিয়ে মন্ত্রীদের সাথে কথা বলেন মন্ত্রীরা তা জানেন না এবং আপনার কাছে সাহস করে কেউ আসল সত্য বলেনও না।এই করোনা’র সময়ও সচিব গন মন্ত্রী এবং স্টাফদের সুবিধার বিষয়টি নিয়েই ব্যস্ত, কোন একটা সুস্থ পরিকল্পনা নেই বা কোন বিশেষজ্ঞের পরামর্শ নেন না। আসল সমস্যা কি তা তারা বুঝেনও না, আপনার সিদ্ধান্ত সঠিক না বেঠিক তাও বুঝেন না আপনার যদি কোন বেঠিক সিদ্ধান্ত হয় তার বিরুদ্ধে কথা বলার ক্ষমতা নাই যদি মন্ত্রিত্ব হারিয়ে যায় এই ভয়ে, তাদের কোন সৎসাহস নেই। কেউই দেশপ্রেম নিয়ে কাজ করছে না। যে লোকদের নিজের কোন ব্যক্তিত্ব নেই সৎসাহস নেই তারা এদেশের মন্ত্রণালয় চালাবে কেমনে? আপনার সিদ্ধান্ত সঠিক বা সঠিক নয় এবিষয়ে তারা কিছু বলবেনা অথচ মানুষ মাত্রই ভুল হয়।আপনার যদি ভুল কিছু হয় তা ধরিয়ে দেবার মত এই মন্ত্রী সভায় কেউ নেই, সাহস করে আপনাকে বলবেননা যদি আপনি মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেন।

করোনার ক্রান্তিকালে সব কিছুই ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। সচিবালয় থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সব সুবিধাবাদী ফেইকরা এখন চিহ্নিত হয়ে গেছে। আপনার কাছে আসল সংবাদ পৌঁছে না আপনার ধারে কাছে অনেক লোক আছেন,তারা আসল সংবাদ আপনার কাছে পৌঁছান না এতে তাদের ডিসক্রেডিট হবে বলে। আসল দেশপ্রেমিক আর ভালো মানুষের বিরুদ্ধে সর্বদা কথা বলে আপনাকে কনফিউজড করার তালে থাকেন বেশী।গণভবনের ধারে কাছে যারা থাকেন অল্প দিনে তারা সবাই কোটি কোটি টাকার মালিক কেমনে হয়ে যান।যে কোন রাজনৈতিক দলের বর্তমানে কেন্দ্রীয় নেতাদের কথাবার্তা চিন্তাধারা আর দুই যুগ আগের ইউনিয়নের নেতাদের কথাবার্তা আর চিন্তাধারার মধ্যে কোন পার্থক্য নেই। আবার বর্তমানে ইউনিয়ন থেকে কেন্দ্রীয় নেতাদের ভাবভঙ্গি চলন বলন সবই মাস্তানের মত এরা যে কি রাজনীতি করেন আল্লাহ মালুম মনে হয় অন্য কোন গ্রহ থেকে আসছেন।এই করোনা মহামারীতে অসহায় অর্ধমৃত লাশের মুখের ভাত যখন রাজনৈতিক নেতারা চুরি করতে পারে তখন আর বলার অপেক্ষা রাখেনা দেশে সুস্থ রাজনীতি নাই অসুস্থরাই রাজনীতি কন্ট্রোল করে।

মাননীয় প্রধানমন্ত্রী-দুনিয়ার এই ক্রান্তিকালে বাংলাদেশের চরিত্রহীন লোভী দুর্নীতিবাজ আদর্শহীন অমানুষদের একমাত্র আপনিই পারবেন শায়েস্তা করতে। যারা এই সব অসুস্থ রাজনীতির ধারক বাহক এমপি মন্ত্রী সচিব নেতা এবং তাদের হুমড়া চোমড়াদের রাজনীতি এবং ফেইক দেশ সেবা থেকে তাদের দয়া করে অবসরে পাঠাতে বিনীত নিবেদন করছি। এদের বিষয়ে যত কঠিন সিদ্ধান্ত নিবেন আল্লাহ আপনার সহায় থাকবেন জনগণ দলমত নির্বিশেষে আপনাকে সমর্থন করবে। তা-হলে দেশে বাঁচবে রাজনীতি বাচঁবে ভালো মানুষ আবার রাজনীতি আসবে।দেশের জন্য সত্য ন্যায্য কঠিন সিদ্ধান্ত এখন আপনার হাতে, এই মহামারীতে শুধু দলের লোক নয় আপনার অপছন্দের লোকরাও এখন আপনার পক্ষে কথা বলছেন কারণ আপনার চেহারা প্রমাণ দিচ্ছে এই কঠিন সময়ে আপনি দেশকে যতটুকু দিতে পারবেন অন্য কারো পক্ষে সম্ভব হবেনা, দেশের দুর্যোগ মোকাবেলা করতে যে পদক্ষেপ গুলো নিয়েছেন অত্যন্ত জরুরী তা সবাই অনুধাবন করছেন অথচ মন্ত্রী সুবিধাবাদী নেতা আর আমলারা সঠিক ভাবে প্রয়োগ করছেন না। মাননীয় প্রধানমন্ত্রী “এককথায়” এদের সরিয়ে দিন প্লিজ।


শাহাব উদ্দিন চঞ্চল
লন্ডন ১০ এপ্রিল ২০২০
লেখক লন্ডন প্রবাসী রাজনীতিবিদ ও সাংবাদিক।