মাধবপুর হাসপাতালের স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 24 April 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুর হাসপাতালের স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ

Link Copied!

পিন্টু অধিকারী, মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি:     হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১২:১০ টার দিকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্রাদার হিসেবে কর্মরত এই ব্যাক্তির করোনা পজিটিভ রিপোর্ট আসার পর এলাকার মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

ছবি : মাধবপুর ‍উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সর ফটক

এখন পর্যন্ত মাধবপুর উপজেলা দুই জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ এএইচ এম ইশতিয়াক মামুন জানান, করোনা সনাক্ত ব্যাক্তির বড় কোন লক্ষন ছিল না। গত কয়েকদিন যাবত হালকা সর্দি ছিল। হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের রুটিন চেক-আপ হিসেবে ২১ এপ্রিল তার নমুনা পাঠানো হয়েছিল। রিপোর্ট পজিটিভ আসার পরে তিনি মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে আছেন। তার শারীরিক অবস্থা ভালো। করোনার কোন খারাপ লক্ষন তার মধ্যে দেখা যাচ্ছে না।