পিন্টু অধিকারী, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুরে শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগানের ইউনিসেফের অর্থায়নে বাংলাদেশে টি এসোসিয়েশনের সহযোগীতায় দরিদ্র চা শ্রমিক নৃ-গোষ্ঠির সুরমা চা বাগানে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার বিকালে সুরমা চা বাগানের ২২শ নিয়মিত শ্রমিকদের মধ্যে ১৯ লাখ টাকার স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়।
সুরমা চা বাগানের ব্যবস্থাপক এম এ কাসেম বলেন, করোনার প্রাদুর্ভাবের কারণে চা বাগানে অর্থনৈতিক মন্দাভাব দেখা দিয়েছে। নিম্ন আয়ের বহু শ্রমিক অভাব অন্টনের মধ্যে দিনাতিপাত করছে।এই মুহুর্তে সুরমা চা বাগানে ইউনিসেফের অর্থায়নে বাংলাদেশ টি এসোশিয়েশনের সহযোগীতায় চা শ্রমিকদের ১৯ লাখ টাকার স্বাস্থ্য সামগ্রী দেওয়াতে অনেক উপকার হয়েছে। স্বাস্থ্য সামগ্রী বিতরণ কালে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন,সিনিয়র সহকারি ব্যবস্থাপক মলয় দেব রায়,জাকির হোসেন,কমল সরকার,মিরন হোসেন, বাবু প্রদীপ গৌড় সহ পঞ্চায়েত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সুরমা চা বাগানের ব্যবস্থাপক এম এ কাসেম বলেন : চা-বাগানগুলোতে সাধারণত এক পরিবার থেকে একজনই চা-বাগানে কাজ করেন এবং তার দৈনিক আয় ১০২ টাকার নগদ মজুরি ও কিছু রেশন সুবিধা। কিন্তু, পাঁচ সদস্যের পরিবারের পক্ষে এইটুকু দিয়ে বেঁচে থাকা খুবই কঠিন। প্রায় চা-বাগানে যত শ্রমিক তার থেকেও বেশি মানুষ ঠিকাদারের মাধ্যমে বা নিজেরা কাজ খুঁজে প্রতিদিন রোজগার করেন।