আব্দুল আউয়াল, হবিগঞ্জ : মাধবপুরের সুরমা চা বাগানের অসহায় দরিদ্র চা শ্রমিকদের পাশে দাঁড়ালো জাগো ফাউন্ডেশন ট্রাস্ট। মঙ্গলবার (২১ শে এপ্রিল) মাধবপুর সুরমা চা বাগানের প্রায় শতাধিক শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পন্য বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- মাধবপুর সুরমা চা বাগানের ম্যানেজার, জাগো ফান্ডেশন ট্রাস্ট এর প্রজেক্ট অফিসার, অফিস সহায়ক ও স্বেচ্ছাসেবকরা।
এসময় তারা দৈনিক আমার হবিগঞ্জ কে জানান- সারাদেশে কোভিড – ১৯ এর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার কারণে অধিকাংশ মানুষ বাহিরে গিয়ে কাজ করতে পারছেনা না। এর ফলে দিনমজুর, হকার, রিক্সা চালক এবং চা শ্রমিকসহ অন্যান্য নিম্ন পেশায় নিয়োজিত মানুষেরা মানবেতর জীবনযাপন করছেন। এমতাবস্থায় জাগো ফাউন্ডেশন ট্রাস্ট তাদেরকে সহযোগিতা করার জন্য পাশে দাঁড়িয়েছে। খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছে ট্রাস্টের সদস্যা।