মাধবপুর সীমান্তে ৬ বাংলাদেশী আটক - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 22 September 2024

মাধবপুর সীমান্তে ৬ বাংলাদেশী আটক

Link Copied!

বর্ডার গার্ড বাংলাদেশ সরাইল ব্যাটেলিয়নের ধর্মঘর বিওপির সদস্যরা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ভারত প্রত্যাগত ৬ বাংলাদেশীকে আটক করেছে।রবিবার (২২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার সময় সন্তোষপুর নামক স্থানের ১০৯ গজ অভ্যন্তরে ১৯৯৭/৩ এস সীমান্ত পিলারের কাছ থেকে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের মরাপাগলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে দুলাল (৩০), চাপাইনবয়াবগঞ্জের চাকপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাসেল (১৯), চাপাইনবয়াবগঞ্জের চুনাপুটি গ্রামের ফরিজ উদ্দিনের ছেলে আব্দুল বারি(৩০), একই গ্রামের (চাকপাড়া)আঃ রহিমের ছেলে শাহাদাৎ হোসেন (১৯), চুনাপুটি গ্রামের রায়হানের ছেলে আঃ আলীম (১৯), ও শিবগঞ্জ উপজেলার গুনটুলা গ্রামের আঃ মোমিনের ছেলে তুষার আলী (১৯)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকেরা জানিয়েছেন,দালালের সহযোগীতায় মাস তিনেক আগে একই সীসান্ত দিয়ে তারা রাজমিস্ত্রীর কাজ করার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু হওয়ার কথা নিশ্চিত করেছেন মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়