মাধবপুর শাহজিবাজারে দুইটি প্রতিষ্ঠানে আগুন : ৫ লাখ টাকার ক্ষতি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 7 December 2023
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুর শাহজিবাজারে দুইটি প্রতিষ্ঠানে আগুন : ৫ লাখ টাকার ক্ষতি

Link Copied!

হবিগঞ্জের মাধবপুরে আগুনে পুড়ে গেছে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান। এতে প্রতিষ্ঠান দুটির অন্তত প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার শাহজিবাজার (ওয়াবদা) নামক স্থানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিটের একটি টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুটি দোকানের লেপ তোষকসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। এতে আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মনোতোষ মল্লিক জানান, শাহজিবাজার ওয়াবদা গেইট এলাকায় একটি লেপের দোকানে প্রথম আগুনের সূত্রপাত হয়। মূহুর্তেই আগুন চর্তুদিকে ছড়িয়ে পড়ে। এতে পাশে থাকা একটি চায়ের দোকান পুড়ে যায়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের সট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়েছে।