হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে সরস্বতী পূজায় মূর্তি ভাংচুর ও মন্দির হামলার ঘটনা প্রতিবাদে তদন্ত পূর্বক সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধ করা হয়েছে ।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) ঢাকা সিলেট মহাসড়ক ও মাধবপুর থানার সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট,হিন্দু,বৌদ্ধ,খিষ্ট্রান,ঐক্য পরিষদ,পূজা উদযাপন পরিষদ,জাতীয় হিন্দু ছাত্র মহাজোট,মাধবপুর উপজেলা শাখার পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা জানান, এই ঘটনায় জড়িত কয়েক জন অপরাধী প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের কে আইনের আওতায় দ্রুত আনার জন্য জানান মানববন্ধনে আসা ব্যক্তিরা।
এসময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি মনোষ পাল,হিন্দু মহাজোট এর সভাপতি ডাঃ হরিশ চন্দ্র দেব,পূজা উদযাপন কমিটির সভাপতি সুনিল দাস, পলাশ দাস প্রমূখ।