মাধবপুর বহরা ইউনিয়নে বিধবা ও মাতৃত্বকালীন ভাতা প্রদান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 21 July 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুর বহরা ইউনিয়নে বিধবা ও মাতৃত্বকালীন ভাতা প্রদান

Link Copied!

 

পবিএ দেব নাথ, মাধবপুর : মাধবপুর উপজেলা বহরা ইউনিয়নে মঙ্গলবার (২১ জুলাই) সকাল থেকে শুরু করে পর্যায়ক্রমে বিধবা ও মাতৃত্বকালীন ভাতা সর্বমোট ৮২’জনকে মোট ৭,৮২,২০০/- টাকা বিতরণ করা হবে।

বহরা ইউনিয়নে ব্যাংক এশিয়ার মাধ্যমে এই ভাতা প্রথমে বিধবা ৪৫ জনের মাঝে প্রতিজনে প্রতি ৯৬০০/- টাকা এবং ৪৫ জনের মাঝে মাতৃত্বকালীন ভাতা জনপ্রতি ৬০০০/- টাকা করে করে গ্রহণ করেন।

 

ছবি: ভাতা প্রদান করেন চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ

 

এসময় বহরা ইউনিয়ের চেয়ারম্যান জনাব আরিফুর রহমান আরিফ বলেন, ব্যাংক এশিয়ার মাধ্যমে বিধবা ও মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হচ্ছে। এতে করে জনগনের ভোগান্তি কম হবে।

ভাতা প্রধানকালে আরো উপস্থিত ছিলেন বহরা ইউনিয়ের মহিলা ৪,৫,৬, নং ওয়াডের মহিলা মেম্বার মোছা: যমুনা বেগম।