ঢাকাThursday , 19 December 2019
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুর প্রেস ক্লাবের নির্বাচন ২৬ শে ডিসেম্বর। 

Link Copied!

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুর  প্রেস ক্লাবের নির্বাচন আগামী ২৬ শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার (১৮ ই ডিসেম্বর) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২২শে ডিসেম্বর রবিবার বেলা ১১ :০০ হতে বিকেল ০৩:০০ ঘটিকা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।
সোমবার (২৩ শে ডিসেম্বর) বেলা ১১:০০ থেকে ০৩:০০ ঘটিকার মধ্যে মনেনয়নপত্র জমা দিতে হবে।মঙ্গলবার (২৪শে ডিসেম্বর) মনোনয়নপত্র বাছাই, প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং বৃহস্পতিবার ( ২৬শে ডিসেম্বর) সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।মোহাম্মদ রুকন উদ্দিন লস্কর  প্রধান নির্বাচন কমিশনার এবং কাওসার আহমেদ ও নাহিদুল ইসলাম নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।