মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মহিউদ্দিন আহমেদ সভাপতি ও সাব্বির হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গননা শেষে সভাপতি পদেঃ-মহিউদ্দিন আহমেদ, সহ-সভাপতি পদেঃ-আবুল খায়ের ভাই ও হীরেশ ভট্টাচার্য, সাধারন সম্পাদক পদেঃ(বিনা প্রতিন্ধিতা)-সাব্বির হাসান আকাশ ও যুগ্ম-সম্পাদক পদেঃ-আলমগীর কবির’কে বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশনার রুকন উদ্দিন লস্কর।
উল্লেখ্য যে সাধারণ সম্পাদক পদে সাব্বির হাসান একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন মো: রুকন উদ্দিন লস্কর, কাওসার আহমেদ ও নাহিদুল ইসলাম।