মাধবপুর প্রশাসনের উদ্যোগে শহীদ শেখ কামালের জন্মদিন উদযাপন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 5 August 2022
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুর প্রশাসনের উদ্যোগে শহীদ শেখ কামালের জন্মদিন উদযাপন

Link Copied!

মাধবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মদিনে তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।

শুক্রবার (৫আগস্ট) সকালে শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্মরণে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

আলোচনায় বিভিন্ন বক্তা গভীর শ্রদ্ধার সাথে সফল ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের বিভিন্ন অবদানের কথা স্মরণ করেন।