মাধবপুর পৌর নির্বাচন : আ'লীগের ২ জন বিদ্রোহী প্রার্থী থাকায় ভালো অবস্থানে বিএনপি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 12 January 2021
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুর পৌর নির্বাচন : আ’লীগের ২ জন বিদ্রোহী প্রার্থী থাকায় ভালো অবস্থানে বিএনপি

অনলাইন এডিটর
January 12, 2021 6:09 pm
Link Copied!

খায়রুল ইসলাম সাব্বির || আসন্ন মাধবপুর পৌরসভা  নির্বাচন নিয়ে চিন্তিত আওয়ামী লীগ পৌরসভা এবছর থাকবে তো নৌকার দখলে না কী চলে যাবে ধানের দখলে।

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় মাধবপুর পৌরসভা সেই সময় থেকে পৌরসভায়  মেয়রের আসনটি ছিল  আওয়ামী মনোনীত প্রার্থীদের দখলে কিন্তু এ বছরে পৌরসভা নির্বাচন নিয়ে চিন্তায় পরে গিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী।

আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকায় বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছে বিএনপি মনোনীত একক প্রার্থী হাবিবুর রহমান মানিক।

তাও হাল ছেড়েদেন নি নৌকার মাঝি শ্রীধাম দাশ গুপ্ত নির্বাচন নিকটে তাই গন সংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।

মাধবপুর পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৯৮৭ জন এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৮১০৭ জন এবং  মহিলা ভোটার ৭৮৮০ জন।   ৯টি ওয়ার্ডে ৯টি ভোট কেন্দ্র আওয়ামী লীগ, বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থীদের ভোট যুদ্ধ হবে (১৬ জানুয়ারি) সারাদিন।

ব্যালটের মাধ্যমে ৪ জন মেয়র প্রার্থী এবং ৩৭ জন কাউন্সিল প্রার্থীদের মধ্যে ভোট গ্রহন হবে সমান তালে।

 

সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রার্থীদের গণসংযোগ আর প্রচার-প্রচারণায় জমে উঠছে মাধবপুর পৌরসভার নির্বাচন শহরের রাস্তাঘাট, অলিগলি ও পাড়া-মহল্লা এখন মিছিল এবং স্লোগানে মুখরিত, ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর।

কে হবে মাধবপুর পৌরসভার কান্ডারী এনিয়ে চায়ের দোকান গুলোতে চলছে নির্বাচনী আলাপ আলোচনা ভোটারদের মধ্যে একটি কথা ছিল বেশ লক্ষনীয়, সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নেব আমরা।

আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকা সত্ত্বেও  জয়ের ব্যাপারে আশাবাদী নৌকা প্রার্থী  শ্রীধাম দাশ গুপ্ত।

এ বিষয়ে তিনি জানান, আমি মেয়র নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে মাধবপুর পৌরসভার সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের ব্যবস্থা করবো এবং মাধবপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা এবং মৌলিক সমস্যাগুলো সমাধানের মাধ্যমে আধুনিক পৌরসভা গঠড়ে তুলবো এবং  নৌকার জয় হবে বলে জানান তিনি।

এ দিকে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মুক্তিযাদ্ধা সাবেক মেয়র শাহ মোঃ মুসলিম ১৬ তারিখ নির্বাচন আমি শতভাগ আশাবাদী বলে জানান তিনি।

একি কথা বলছেন আওয়ামী লীগের আরেক বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী পংকজ কুমার শাহ আমি নির্বাচিত হলে পৌরসভার উন্নায়নের দ্বারা অব্যাহত থাকবে এবং শতভাগ আশাবাদী  নির্বাচনে জয়ী হব বলে জানান তিনি।

অন্য দিকে, সুবিধাজনক অবস্থানে থাকা বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী হাবিবুর রহমান মানিক জানান  আমি নির্বাচিত হলে মাধবপুর পৌরসভা একটি মডেল পৌরসভা হিসাবে গড়ে তুলব,  মাদক ও সন্ত্রাসমুক্ত পৌর শহর গড়ে তুলব এবং আমি জয়ী হবো বলে জানান তিনি।

মেয়র প্রার্থীদের থেকে পিছিয়ে নেই কাউন্সিল প্রার্থীরা নিজ নিজ প্রতীকে ভোট প্রার্থনা করে পাড়া-মহল্লা ঘুরে বেড়াচ্ছেন কাউন্সিলর প্রার্থীরা , পিছিয়ে নেই মহিলা প্রার্থীরাও।